ন’বছর পর ফের ভারতীয় দলের সাজঘরে দ্রাবিড়। ছবি: টুইটার থেকে
ভারতীয় দলের চালকের আসনে এখন রাহুল দ্রাবিড়। বাস থেকে নামলেন সকলের আগে। তাঁর পিছনে রোহিত শর্মা। ন’বছর পর ফের ভারতীয় দলের সাজঘরে দ্রাবিড়। মাথায় একটা টুপি। তার পাশ দিয়ে দেখা যাচ্ছে পেকে যাওয়া জুলপি। ঢাকার কোনও চেষ্টা করেননি। লোক দেখানো কাজে যে তিনি বিশ্বাস করেন না। নিজের কাজ করতে এসেছেন।
ভারতীয় দলের ফুল হাতা জার্সি তাঁর গায়ে। মাঠে নেমে সোজা চলে গেলেন পিচ দেখতে। আম্পায়ারের অনুমতি নিয়ে ছুঁয়ে দেখলেন পিচ। দুই উইকেটের সামনে আঙুল দিয়ে চাপ দিলেন। উঠে দাঁড়িয়ে এগিয়ে যেতে গিয়ে এক বার ফিরে তাকালেন। স্থির দৃষ্টি পিচের দিকে। এ বার ফিরে গেলেন।
বিসিসিআই-এর টুইটারে দেখা গিয়েছিল নিজের হাতে থ্রো-ডাউন দিচ্ছিলেন রোহিত শর্মাকে। তিনিই এখন চালক। দলের অন্যতম প্রধান অস্ত্রকে তৈরি করছেন নিজের হাতে। ম্যাচের দিন মাঠে নেমেও তীক্ষ্ণ দৃষ্টি সকলের দিকে। কথা বলতে দেখা গেল রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে, এক সময়ের সতীর্থ তাঁর অধীনে খেলতে নামছেন। দলের প্রত্যেককে চাঙ্গা রাখার চেষ্টা করছেন।
🎥 What does the pitch have in store? 🤔#TeamIndia Head Coach Rahul Dravid has a close look at the wicket. #INDvNZ @Paytm pic.twitter.com/cpK86uj51v
— BCCI (@BCCI) November 17, 2021
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ‘কিছু তো পাল্টাবেই।’ ম্যাচে বোঝা যাবে কতটা বদলেছে ভারতীয় দল। বুধবার শুধু অধিনায়ক রোহিতের পরীক্ষা নয়, মাঠের বাইরে থাকা দ্রোণাচার্যকেও পরীক্ষার মুখে পড়তে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপ থেকে হেরে ফেরা দলটাকে বদলে দেওয়ার পরীক্ষা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy