দু’দিন আগেই লজ্জার নজির স্পর্শ করেছিলেন রোহিত শর্মা। দু’দিন পরেই তাঁকে সাময়িক স্বস্তি দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন পঞ্জাব কিংসের ব্যাটার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হয়েছে এই লজ্জার কীর্তি।
গুজরাতের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। তবে সাই কিশোরের প্রথম বলেই এলবিডব্লিউ হন তিনি। স্পিনারের বলে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন তিনি। ব্যাটে-বলে হয়নি। কোনও রান না করেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে।
এই ম্যাচ ধরলে আইপিএলে ১৯ বার শূন্য রানে আউট হলেন ম্যাক্সওয়েল। আইপিএলে রোহিত ও দীনেশ কার্তিক ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন। এত দিন তাঁদের সঙ্গেই ছিলেন ম্যাক্সওয়েল। তবে এই ম্যাচে সকলকে টপকে গেলেন তিনি। ম্যাক্সওয়েলের এই কীর্তির পর কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন রোহিত।
আরও পড়ুন:
আইপিএলের ইতিহাসে শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই তিন জনের পরেই রয়েছেন পীযূষ চাওলা ও সুনীল নারাইন। দু’জন ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মনদীপ সিংহ ১৫ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন মণীশ পাণ্ডে ও অম্বাতি রায়ডু।
গত বার আইপিএল একেবারেই ভাল যায়নি ম্যাক্সওয়েলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি। বেঙ্গালুরু ছেড়ে দেয় তাঁকে। এ বার নিলামে ৪ কোটি ৮০ লক্ষ টাকায় তাঁকে কেনে পঞ্জাব। নতুন দলের হয়েও শুরুটা খুব খারাপ হল ম্যাক্সওয়েলের।