ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে আবার মনোনিত হলেন ভারতের নীতিন মেনন। এই নিয়ে টানা ছ’বছর বিশ্বের সেরা আম্পায়ারদের তালিকায় জায়গা করে নিলেন তিনি। এলিট প্যানেল থেকে বাদ গিয়েছেন দু’জন। পদোন্নতি হয়েছে জয়রামন মদনগোপালের।
মঙ্গলবার আম্পায়ারদের নতুন এলিট প্যানেল ঘোষণা করেছে আইসিসি। গত বছরের মতো এ বারও ভারতের একমাত্র প্রতিনিধি নীতিন। ২০১৯ সাল থেকে তিনি এলিট প্যানেলে রয়েছেন। বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। ২০০৭ সালে ২৩ বছর বয়সে আম্পায়ারিং শুরু করেন প্রাক্তন ক্রিকেটার। আইসিসির এমার্জিং প্যানেলে উন্নীত হয়েছেন ভারতের আর এক আম্পায়ার মদনগোপাল। তামিলনাড়ুর প্রাক্তন ক্রিকেটার এখনও পর্যন্ত একটি টেস্ট, ২২টি এক দিনের ম্যাচ এবং ৪২টি টি২০ আন্তর্জাতিকে দায়িত্ব পালন করেছেন। সন্তোষজনক পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। এখন থেকে তিনি বিদেশের মাটিতেও টেস্ট এবং এক দিনের ম্যাচ খেলাতে পারবেন।
এলিট প্যানেল থেকে সরে গিয়েছেন দুই অভিজ্ঞ আম্পায়ার মাইকেল গফ এবং জোয়েল উইলসন। তরুণদের জায়গা করে দেওয়ার লক্ষ্যে তাঁরা সরে দাঁড়িয়েছেন। তালিকায় নতুন দুই মুখ হলেন দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার এবং ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন মোট ১২ জন আম্পায়ার। রয়েছেন কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউ জ়িল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড), এহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহিদ (বাংলাদেশ) এবং রডনি টাকার (অস্ট্রেলিয়া)।
আরও পড়ুন:
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এলিট প্যানেলে মনোনিত হওয়া আম্পায়ারদের অভিনন্দন জানিয়েছেন। নতুন দুই আম্পায়ারের সম্পর্কে আশা প্রকাশ করে বলেছেন, ‘‘আমরা নিশ্চিত যে পালেকার এবং ওয়ার্ফ দু’জনেই শীর্ষ স্তরে ধারাবাহিক ভাবে ভাল কাজ করবেন। দক্ষতা এবং অভিজ্ঞতার নিরিখেই তাঁরা এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন। আগামী মরসুমে সকলের জন্য শুভেচ্ছা থাকল। এ ছাড়া গত কয়েক বছর ধরে গফ এবং উইলসনকে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ।’’