এ বারের আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সকে তারা ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল। যে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ল মুম্বই। ভেঙে দিল কলকাতারই রেকর্ড।
সোমবারের ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে। যে মাঠে মুম্বই ৫৩তম ম্যাচ জিতল। আইপিএলের কোনও দলের একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটি। ভেঙে গেল কেকেআরের রেকর্ড। একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি ছিল কলকাতার। ইডেনে ৫২টি ম্যাচ জিতেছে তারা। যে রেকর্ড ভেঙে গেল সোমবার।
এ বারের আইপিএল শেষে এই রেকর্ড আবার ভেঙে যেতে পারে। কেকেআর এবং মুম্বইয়ের ঘরের মাঠে ছ’টি করে খেলা বাকি। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংস চিপকে ৫১টি ম্যাচ জিতেছে। ফলে তাদেরও সুযোগ রয়েছে বাকি দু’জনকে টপকে যাওয়ার।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
কলকাতার পরের ম্যাচ ইডেনে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও ৮ এপ্রিল কলকাতায় খেলবে কেকেআর। মুম্বইয়ের পরের ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে সেটি ঘরের মাঠে নয়। ফলে মুম্বই ঘরের মাঠে পরের ম্যাচ খেলতে নামার আগেই কেকেআর তাদের টপকে যেতে পারে।
ওয়াংখেড়েতে কলকাতাকে ১০ বার হারিয়েছে মুম্বই। একটি মাঠে কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি জয়। এর আগে কলকাতা ইডেনে পঞ্জাব কিংসকে ৯ বার হারিয়েছিল। সেই রেকর্ডও ভেঙে গেল সোমবার।
ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৬ রান করে কলকাতা। অশ্বনী কুমার অভিষেক ম্যাচেই চার উইকেট নেন। মুম্বইয়ের এই বাঁহাতি পেসারের দাপটেই চাপে পড়ে যায় কলকাতা। অল্প রান তাড়া করতে নেমে মুম্বই মাত্র দু’উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৩:০৭
বিতর্কে রোহিত! খেলায় কি মন নেই? ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভারত অধিনায়ককে নিয়ে জল্পনা -
১০:১১
ইডেনে জিতে নজির কলকাতার, আইপিএলে তিন দলের বিরুদ্ধে ২০ ম্যাচে জয় কেকেআরের -
০৮:৫৮
দু’বছর পর এক দিনের বিশ্বকাপ, স্বপ্ন ছুঁতে রোহিতকে আইপিএলেই বদলাতে হবে খেলার ধরন -
২৩:৪৮
ভুল থেকে শিক্ষা নিয়েই জয়, হায়দরাবাদকে হারিয়ে কেকেআর অধিনায়ক কৃতিত্ব দিলেন সতীর্থদের -
২২:৫৫
বেঙ্কটেশ, বরুণ, বৈভবে ইডেনে ঘুরে দাঁড়াল কলকাতা, নাইটদের সামনে আবার অস্ত গেল সানরাইজার্সের সূর্য