গত দু’ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর বললেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। দলগত প্রচেষ্টার ফল হিসাবে চিহ্নিত করলেন এ বারের আইপিএলে দ্বিতীয় জয়কে।
ম্যাচ শেষ হওয়ার পর তৃপ্ত দেখাচ্ছিল রাহানেকে। ম্যাচের শুরুতেই কোণঠাসা হয়ে পড়েও কেকেআর যে ভাবে অনায়াস জয় তুলে নিয়েছে, তাতে তৃপ্ত হতেই পারেন নাইট অধিনায়ক। মেনে নিয়েছেন হায়দরাবাদের বিরুদ্ধে জিততে না পারলে অনেকটা পিছিয়ে পড়তেন তাঁরা।
ম্যাচের পর রাহানে বলেন, ‘‘এই ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। বড় ব্যবধানে জয়টা গুরুত্বপূর্ণ। টস জিতলে আমরাও হয়তো আগে বল করতাম। ইনিংসের শুরুতেই ২ উইকেট চলে যাওয়ার পর অন্তত ৬ ওভার পর্যন্ত ২২ গজে টিকে থাকার লক্ষ্য ছিল আমাদের। ক্রিকেটীয় শট খেলার উপর গুরুত্ব দিয়েছিলাম আমরা। অযথা ঝুঁকি নিতে চাইনি ওই সময়। কারণ আমরা জানতাম, হাতে উইকেট থাকলে আমাদের পরের দিকের ব্যাটারেরা শেষ দিকে দ্রুত রান তুলে নিতে পারবে।’’
দলের মিডল অর্ডার রান পাওয়ায় খুশি রাহানে। কেকেআর অধিনায়ক বলেছেন, ‘‘দলের ব্যাটিংয়ে আমি খুশি। শেষ দুটো ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারিনি। তবে আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। হায়দরাবাদের বিরুদ্ধে এই ব্যাটিং তারই ফল। রিঙ্কু সিংহ এবং বেঙ্কটেশ আয়ার দুর্দান্ত খেলল। ওরা জানত রমনদীপ সিংহ, আন্দ্রে রাসেল, মইন আলির মতো ব্যাটারেরা আছে। তাই সাহসী ব্যাটিং করতে পেরেছে। আমরা চেয়েছিলাম ১৫ ওভার পর্যন্ত স্বাভাবিক ব্যাট করতে। শেষ পাঁচ ওভার মেরে খেলার পরিকল্পনা ছিল।’’
আরও পড়ুন:
রাহানে স্বীকার করে নিয়েছেন, ইডেনের ২২ গজে ২০০ রান হবে ভাবেননি। তিনি বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে আমাদের মনে হয়েছিল, এই পিচে ১৭০-১৮০ বেশ ভাল রান। একটু মন্থর ছিল। বিশেষ করে স্পিনারদের বল থমকে ব্যাটে আসছিল। আমাদের দলে তিন জন ভাল স্পিনার ছিল। মইনকে তো বলই করতে হল না। সুনীল নারাইন আর বরুণ চক্রবর্তী খুব ভাল বল করেছে। বৈভব অরোরা, হর্ষিত রানাকেও কৃতিত্ব দিতে হবে। হায়দরাবাদকে প্রথম ধাক্কাটা ওরাই দিয়েছিল।’’
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২১:১২
যশস্বীর অর্ধশতরান, শ্রেয়সের পঞ্জাবের সামনে জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্য দিল সঞ্জুর রাজস্থান -
১৭:৪২
‘আমি ওঁর মতো হতে চাই,’ শুধু মাঠে নয়, মাঠের বাইরেও যশস্বীর আদর্শ কে? -
১৭:৩৮
কেন ‘রিটায়ার্ড আউট’ তিলক, এই সিদ্ধান্তই কি কাল হল মুম্বই ইন্ডিয়ান্সের? -
১৭:১৪
বুমরাহকে খেলার অনুমতি ভারতীয় বোর্ডের, দিন দুয়েকের মধ্যে যোগ দেবেন মুম্বই শিবিরে -
১৬:০৯
১৬ ম্যাচের ১৫টিতেই টস জেতা দল আগে বল করেছে, তবু শনিবার টস জিতে কেন ব্যাট করছে দিল্লি