আগ্রাসী ক্রিকেট খেলে গত বার নজরে এসেছিল তারা। এ বার সেই আগ্রাসনই বিপদে ফেলে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। গত বারের ফাইনালিস্টরা আট ম্যাচের মধ্যে ছ’টিতেই হেরেছে। প্লে-অফ ক্রমশ দূরে সরছে। এ বার তাই আগ্রাসনের রাস্তা থেকে সরে আসতে চাইছে হায়দরাবাদ। মুম্বইয়ের কাছে হেরে অধিনায়ক প্যাট কামিন্সের বার্তা, দায়িত্বশীল ব্যাটিং করতে হবে দলকে।
মুম্বইয়ের বিরুদ্ধে শুরু থেকেই চালিয়ে খেলতে গিয়ে এক সময় ৩৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল হায়দরাবাদের। সেখান থেকে হাইনরিখ ক্লাসেন এবং অভিনব মনোহর দলকে টেনে তোলেন। তবে জিততে পারেনি হায়দরাবাদ।

ম্যাচের পর কামিন্স বলেন, “অভিনব এবং ক্লাসেনের জন্য আমাদের রানটা ভাল হয়েছে। সার্বিক ভাবে আমরা ভাল খেলতেই পারছি না। দলের পতন আটকানোর জন্য অন্তত এক জনকে দরকার ছিল। আমরা একটানা উইকেট হারিয়েছি।”
কামিন্সের সংযোজন, “আমরা ম্যাচের আগেই আলোচনা করেছিলাম এটা নিয়ে। ইনিংস ধীরে ধীরে তৈরি করতে হবে। শুরুতে বেশি বল খেললেও যদি ক্রিজ়ে জমে যাও, তা হলে পরের দিকে সেটা পুষিয়ে দেওয়া সম্ভব। আর আমরা শুরুই করলাম শূন্য রানে দু’উইকেট হারিয়ে।”
আরও পড়ুন:
কামিন্সের মতে, এই আগ্রাসী কৌশল আর চলছে না। বলেছেন, “প্রথম ম্যাচে আমরা ২৮০-র মতো রান তুলেছিলাম। পরের ম্যাচেই কম রানে আউট হয়ে গেলাম। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। আগ্রাসন এখনও পর্যন্ত আমাদের সে ভাবে কাজে লাগেনি। আপাতত কয়েকটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সেখানে উইকেট বুঝে খেলতে হবে।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ