এ বারের আইপিএলে লিগ তালিকায় সকলের নীচে চেন্নাই সুপার কিংস। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইছে দল। তার জন্য গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিকল্পনা ধার করতে চাইছে চেন্নাই।
চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের চোট। সেই কারণে প্রতিযোগিতার মাঝপথে নেতৃত্বে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাতেও দলের ভাগ্য বদল হয়নি। ধোনি নিজেও এ বারের আইপিএলের থেকে পরের মরসুম নিয়ে ভাবার দিকে মন দেওয়ার কথা বলেছিলেন। তবে কোচ স্টিফেন ফ্লেমিং আশা ছাড়ছেন না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামার আগে তিনি বলেন, “আমরা বাকি ছ’টি ম্যাচের ছ’টিই জিততে চাই। অনেকেই হয়তো এই কথা শুনে হাসবেন। গত বার আরসিবি করে দেখিয়েছিল, আমরা সেই পথে হাঁটতে চাই। দলের সেরা খেলোয়াড়দেরই নামানো হবে। আমরা চেষ্টা করব। তার পরও যদি না হয়, দেখব যাতে খারাপ মরসুম থেকেও কিছু ইতিবাচক দিক নিয়ে ফিরতে।”
আরও পড়ুন:
২০২২ সালে নবম স্থানে শেষ করেছিল চেন্নাই। পরের বছর ট্রফি জিতেছিল তারা। সেই কথা মনে করিয়ে দিয়েছেন ফ্লেমিং। তিনি বলেন, “এর আগেও আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। লিগ তালিকায় নীচে শেষ করেছি। পরের বছর আবার ট্রফিও জিতেছি। আমরা জানি দলে কী প্রয়োজন। জানি কী ভাবে এগোতে হবে।”
এ বারের আইপিএলে আটটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছে চেন্নাই। শুক্রবার তারা খেলতে নামবে হায়দরাবাদের বিরুদ্ধে। তারাও আটটি ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে। ঘরের মাঠে চেন্নাই তাদের হারিয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না, সেই দিকেই নজর থাকবে সকলের।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১২:৪৫
ধোনির সঙ্গে কথা বলতে গেলে এখনও ভয় পান জাডেজা, সাফল্যের নেপথ্যে রয়েছেন পুলিশকর্তা মহেন্দ্রও! -
১০:৪০
সবচেয়ে আগে সরাতে হবে ‘মূর্খ’ পণ্ডিতকে, পরের আইপিএলে ছন্দে ফিরতে আরও কী সিদ্ধান্ত নিতে হবে নাইট টিমের কর্তাদের -
চড়াই-উতরাইয়ের মরসুম শেষ! বিদায়বেলায় লখনউ পরিবারকে কী বার্তা দিলেন পন্থ
-
পন্থের শতরানের জবাব অপরাজিত ৮৫ রানে, জিতেশের ইনিংসে গর্বিত কেকেআরের প্রাক্তন ক্রিকেটার
-
আইপিএল বনাম পিএসএল, দুই লিগের দামি ক্রিকেটারেরা কত আয় করেন? ঋষভদের সঙ্গে বাবরদের আয়ের ফারাক কতটা?