কয়েক দিন আগে সাজঘরে বিরাট কোহলিকে না জানিয়েই তাঁর সুগন্ধি ব্যবহার করেছিলেন এক সতীর্থ। এ বার সাজঘর থেকে ‘চুরি’ হয়ে গেল তাঁর ব্যাট। খেলা শেষে নিজের ব্যাট খুঁজতে হিমশিম কোহলি। শেষ পর্যন্ত অবশ্য এক সতীর্থের ব্যাগ থেকে উদ্ধার হয় তাঁর ব্যাট।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ শেষে এই ঘটনা ঘটে। আসলে পুরোটাই হয়েছে কোহলির সঙ্গে মজা করার জন্য। কোহলি সাজঘরে যাওয়ার আগেই তাঁর ব্যাগ থেকে একটি ব্যাট বার করে নিজের ব্যাগে রেখে দেন টিম ডেভিড। কোহলি গিয়ে যখন ব্যাগ গোছাচ্ছেন, তখন তিনি দেখেন সাতটির বদলে ছ’টি ব্যাট সেখানে রয়েছে।
কোহলি বেশ কিছু ক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকেন। তিনি বুঝতে পারছিলেন না কে তাঁর ব্যাগ নিয়েছেন। কয়েক জনকে জিজ্ঞাসাও করেন কোহলি। কিন্তু কেউ কিছু বলেননি। অবশেষে বাধ্য হয়ে তিনি সাজঘরে তাঁর ব্যাট খুঁজতে শুরু করেন। কিছু ক্ষণ খোঁজার পর ডেভিডের ব্যাগে নিজের ব্যাট দেখতে পান কোহলি। সঙ্গে সঙ্গে ব্যাটটি বার করেন তিনি।
আরও পড়ুন:
ডেভিডকে কোহলি জিজ্ঞাসা করেন, তাঁর ব্যাট কী ভাবে ডেভিডের ব্যাগে গেল। জবাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটার জানান, তিনি ব্যাটটি চুরি করেননি, ধার নিয়েছিলেন। তিনি আসলে দেখতে চেয়েছিলেন, কী ভাবে এত ভাল খেলেন কোহলি। তাতে তাঁর ব্যাটের কী ভূমিকা রয়েছে। এই কথা শুনে কোহলি হেসে ফেলেন। সাজঘরের বাকিরাও হাসেন।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাজস্থানের বিরুদ্ধে রান পেয়েছেন কোহলি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছিল রাজস্থান। জবাবে ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি। মরসুমে চতুর্থ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে বেঙ্গালুরু। যদিও ম্যাচ শেষে সতীর্থদের মজার খোরাক হতে হল কোহলিকে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ