আইপিএলে সবে মাত্র দু’টি ম্যাচ খেলেছে বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচে নজর কাড়লেও দ্বিতীয় ম্যাচে তার প্রতি বলে ছয় মারার মনোভাব কারও নজর এড়ায়নি। আউটও হয়েছে ছয় মারতে গিয়ে। ১৪ বছরের ক্রিকেটারকে সংযত হতে বললেন বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে, বৈভব যদি এখনই নিজেকে কোটিপতি ভাবা শুরু করে তা হলে পরের আইপিএলে আর তাকে খুঁজে পাওয়া যাবে না।
বৈভবকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন সহবাগ। তিনি জানিয়েছেন, শুরুটা ভাল করেও ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যাওয়ার মতো উদাহরণ ভারতীয় ক্রিকেটে প্রচুর ঘটেছে।
এক ওয়েবসাইটে সহবাগ বলেছেন, “যদি তুমি এটা ভেবে মাঠে নামো যে ভাল খেললে প্রশংসা পাবে এবং খারাপ খেললে সমালোচিত হবে, তা হলেই তোমার পা মাটিতে থাকবে। আমি অনেক ক্রিকেটারকে দেখেছি যারা একটা-দুটো ম্যাচে ভাল খেলে বিখ্যাত হয়ে গিয়েছে। তার পর কিছু করতে পারেনি। কারণ ওরা নিজেদের তারকা ক্রিকেটার ভাবতে শুরু করেছিল।”
আরও পড়ুন:
সহবাগের মতে, বৈভবের উচিত বিরাট কোহলির মতো কোনও খেলোয়াড়ের থেকে শেখা এবং অন্তত ২০ বছর আইপিএল খেলার চেষ্টা করা।
ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন, “সূর্যবংশীর লক্ষ্য থাকা উচিত ২০ বছর আইপিএলে খেলা। বিরাট কোহলিকে দেখুন। ১৯ বছর বয়স থেকে আইপিএলে খেলা শুরু করেছে। ১৮টা মরসুমই খেলেছে। সেটাই বৈভবের ভেঙে দেওয়ার লক্ষ্য থাকা উচিত। যদি এই আইপিএলে কোটি টাকা পেয়েছে ভেবেই খুশি থাকে, তা হলে পরের বছর ওকে হয়তো আর দেখতে পাব না।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৯:১৯
রাজস্থান ছাড়ছেন যশস্বী? দল ব্যর্থ হওয়ার পর ইঙ্গিতপূর্ণ পোস্ট ব্যাটারের, শুরু জল্পনা -
১৭:২৮
ইডেন থেকে আইপিএলের ফাইনাল সরানোর পিছনে রাজনীতিই! সিপি-কে পাশে নিয়ে জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ -
১৩:১৬
আইপিএলের মাঝেই চুপিসারে ইংল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি শুরু শুভমনের, কী করেছেন তিনি? -
৩৬৯ দিন পর ‘শাপমুক্তি’ হার্দিকের! ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে প্লে-অফে মুম্বই, বিদায় দিল্লির
-
মন্থর উইকেটে ঝোড়ো ইনিংস সূর্যের, মরণ-বাঁচন ম্যাচে দিল্লির সামনে ১৮১ রানের লক্ষ্য দিল মুম্বই