মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেল ভারত। পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছেন মনবীর কৌর, হরবিন্দর কৌরেরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রথম বার খেলার মাঠে মুখোমুখি হয়েছিল দু’দেশ।
জঙ্গি হামলায় এক নেপালি নাগরিক এবং ২৫ জন ভারতীয়ের মৃত্যুর পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ করেছে। জঙ্গিদের খোঁজে গোটা কাশ্মীরের তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার দাবি উঠছে দেশের সব প্রান্তে। এমন পরিস্থিতির মধ্যেই ব্যাঙ্ককে আয়োজিত মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তাতে শেষ হাসি হেসেছে ভারতীয় দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছে ভারতীয় দল।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চিঠি লিখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) জানিয়েছে, কোনও প্রতিযোগিতায় ভারতীয় দলকে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয়। ভারতে বন্ধ হয়েছে পাকিস্তান সুপার লিগের সম্প্রচারও। অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া জানিয়েছেন, তাঁর প্রতিযোগিতায় পাকিস্তানের আরশাদ নাদিমের যোগ দেওয়ার কোনও প্রশ্ন নেই।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
‘চার-পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল’, ভারত-পাকিস্তান সংঘর্ষের ক্ষয়ক্ষতি নিয়ে এ বার নতুন দাবি করলেন ট্রাম্প
-
ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের পরিকল্পনা ছিল কি? সংঘর্ষবিরতির ৬৩ দিন পরে কী উত্তর দিলেন পাক প্রধানমন্ত্রী
-
পাকিস্তানকে চাপে ফেলতে সিন্ধুর উপনদে বাঁধ নির্মাণের উদ্যোগ, বিশ্বব্যাঙ্কের ঋণ চাইল ভারত
-
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা