রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএলের প্রথম চারে থাকার আশা এক রকম ছেড়ে দিলেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের সহ-অধিনায়ক জানিয়েছেন প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি তাঁরা খেলবেন সম্মানরক্ষার জন্য।
চোটের জন্য খেলতে পারছেন না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। নেতৃত্ব দিচ্ছেন রিয়ান। অধিকাংশ ম্যাচেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না রাহুল দ্রাবিড়ের দল। বেঙ্গালুরুর কাছে ১১ রানে হারের পর রিয়ান বলেছেন, ‘‘আমরা এখন সম্মানের জন্য খেলব। যাঁরা আমাদের সমর্থন করে চলেছেন এবং আমাদের জন্য কঠোর পরিশ্রম করছেন, তাঁদের জন্য খেলব। তাঁদের জন্য আমাদের কিছু করা উচিত। এমন একটা দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমরা কৃতজ্ঞ এবং গর্বিত। আশা করি পরের বার আমরা অনেক ভাল কিছু করে দেখাতে পারব।’’
দলের পারফরম্যান্স নিয়ে রিয়ান বলেছেন, ‘‘আমাদের বোলিং বেশ ভাল হয়েছে। কিন্তু ব্যাটিং ঠিকঠাক হয়নি। ইনিংসের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা ভাল জায়গাতেই ছিলাম। স্পিনারদের বিরুদ্ধে আমাদের ব্যাটিং একদমই ভাল হয়নি। নিজেদের দোষেই আমরা পারলাম না।’’ ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজেদের ঘাড়ে নিয়েছেন রিয়ান। তিনি বলেছেন, ‘‘সাপোর্ট স্টাফেরা আমাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। আমাদের খেলোয়াড়দের দায়িত্ব সেই স্বাধীনতা কাজে লাগানো এবং ইচ্ছাশক্তির প্রমাণ দেওয়া। একতরফা ভাবে ভুল করে গেলে মাসুল দিতেই হবে। আমাদের ঠিক সেটাই হয়েছে।’’
রিয়ান জানিয়েছেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারছেন না তাঁরা। তিনি বলেছেন, ‘‘দলের মধ্যে আমরা প্রচুর আলোচনা করেছি। এই ধরনের পরিস্থিতিতে কী করা উচিত, তা নিয়েও কথা হয়েছে আমাদের। কিন্তু বাস্তবায়িত করতে পারিনি আমরা। ভাল জায়গায় থেকেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।’’
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ