ফর্মে নেই দল। চলতি আইপিএলে পর পর চারটি ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। দল হারলেও নজর কাড়ছেন মহেন্দ্র সিংহ ধোনি। ৪৩ বছর বয়সেও উইকেটের পিছনে দাঁড়িয়ে বিদ্যুৎগতিতে স্টাম্প করছেন তিনি। আবার ঝাঁপিয়ে ক্যাচও ধরছেন। আইপিএলে রেকর্ড গড়েছেন ধোনি।
পঞ্জাব কিংসের ইনিংসের অষ্টম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল নেহাল ওয়াধেরার ব্যাটের কানায় লাগে। পিছনে দাঁড়িয়ে থাকা অশ্বিন ক্যাচ ধরেন। এটি আইপিএলে অশ্বিনের ১৫০তম ক্যাচ। আইপিএলের ইতিহাসে ধোনিই একমাত্র উইকেটরক্ষক, যিনি ১৫০টি ক্যাচ ধরেছেন। তাঁর পরে রয়েছেন দীনেশ কার্তিক। আইপিএলে ১৩৭টি ক্যাচ ধরেছেন তিনি।
চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনির স্টাম্পিং দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। মুম্বইয়ের সূর্যকুমার যাদবকে মাত্র ০.১২ সেকেন্ড স্টাম্প করেছেন ধোনি। পরের ম্যাচে বেঙ্গালুরুর ফিল সল্টকে তিনি স্টাম্প করেন ০.০৯ সেকেন্ড। এই বয়সেও তাঁর ক্ষিপ্রতা দেখে হতবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এ বার আরও একটি রেকর্ড গড়লেন তিনি।
আরও পড়ুন:
ব্যাট হাতেও দলকে জেতানোর চেষ্টা করেছেন ধোনি। শেষ দিকে নেমে ১২ বলে ২৭ রান করেছেন তিনি। মেরেছেন একটি চার ও তিনটি ছক্কা। চেন্নাইয়ের ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুত রান করেছেন ৪৩ বছরের ধোনিই। তার পরেও হারের ধাক্কা খেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে পঞ্জাব। শুরুতে ব্যাটিং বিপর্যয় হলেও ওপেনার প্রিয়াংশ আর্য ৪২ বলে ১০৩ রান দলকে টেনেছেন। শশাঙ্ক সিংহ ৩৬ বলে ৫২ ও মার্কো জানসেন ১৯ বলে ৩৪ রান করেছেন। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করেছে চেন্নাই। ডেভন কনওয়ে ৪৯ বলে ৬৯ রান করেছেন। ১৮ রানে হেরেছে চেন্নাই। পাঁচ ম্যাচের মধ্যে চারটি হেরে ২ পয়েন্ট নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছেন ধোনিরা।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ