ব্যাটে রান নেই। একের পর এক ম্যাচে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হচ্ছেন। যে কাজের জন্য তাঁকে খেলানো হচ্ছে তা করতে পারছেন না গ্লেন ম্যাক্সওয়েল। তাতে অবশ্য দলের জয় আটকাচ্ছে না। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় আবার প্রথম চারের মধ্যে ঢুকেছে পঞ্জাব কিংস। তবে তাদের জয়ের আনন্দ মাটি করে দিয়েছেন ম্যাক্সওয়েল।
চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র দু’বল খেলেন ম্যাক্সওয়েল। রবিচন্দ্রন অশ্বিনের বলে তাঁর হাতেই ক্যাচ তুলে দিয়ে ১ রানের মাথায় ফেরেন তিনি। আউট হয়ে ফেরার সময় ডাগআউটের কাছে গিয়ে একটি চেয়ারে লাথি মারেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ম্যাক্সওয়েলের এই আচরণ ভাল ভাবে নেয়নি আইপিএলের গভর্নিং কাউন্সিল। তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েল ২.২ ধারার অধীনে লেবেল ১ অপরাধ করেছেন। তিনি তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। ম্যাক্সওয়েলের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পরবর্তী কালে আবার কোনও অপরাধ করলে আরও বড় শাস্তি পেতে পারেন তিনি।
আরও পড়ুন:
এ বারের আইপিএলে শৃঙ্খলা নিয়ে কড়াকড়ি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি মন্থর বোলিংয়ের দিকেও নজর রাখছে তারা। মন্থর বোলিং করায় ইতিমধ্যেই হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ ও রজত পাটীদারকে জরিমানা করা হয়েছে। শৃঙ্খলা ভাঙায় লখনউয়ের দিগ্বেশ রাঠী, গুজরাতের ইশান্ত শর্মা শাস্তি পেয়েছেন। এ বার শাস্তি পেতে হয়েছে ম্যাক্সওয়েলকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চলতি আইপিএলে খুব খারাপ ফর্মে রয়েছেন ম্যাক্সওয়েল। চারটি ম্যাচে মাত্র ৩১ রান করেছেন তিনি। মিডল অর্ডারে ভাল ব্যাট করার জন্য তাঁকে নিয়েছিল পঞ্জাব। সেই কাজটাই করতে পারছেন না তিনি। তাতে অবশ্য দলের জয় আটকাচ্ছে না। চার ম্যাচের মধ্যে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় চারে উঠেছেন শ্রেয়স আয়ারেরা।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ