Advertisement
E-Paper

Jasprit Bumrah: এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার, বলে দিলেন সচিন-নাসের

বুমরার গতি, সুইং এবং সিমের নড়াচড়ার কোনও জবাব ছিল না ইংল্যান্ড ব্যাটসম্যানদের কাছে। এর সঙ্গে যোগ দিয়েছিলেন মহম্মদ শামি।

বিধ্বংসী: ধরাশায়ী ইংল্যান্ড। ওভালে নজির গড়া বুমরাকে অভিনন্দন অধিনায়ক রোহিতের।

বিধ্বংসী: ধরাশায়ী ইংল্যান্ড। ওভালে নজির গড়া বুমরাকে অভিনন্দন অধিনায়ক রোহিতের। ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ০৬:৪৪
Share
Save

মঙ্গলবারের ওভালে যশপ্রীত বুমরার ভয়ঙ্কর বোলিং দেখার পরে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। মাইকেল ভন, নাসের হুসেনের মতো ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কেরা মনে করেন, এই মুহূর্তে বিশ্বের আর কোনও বোলার বুমরার ধারে কাছে আসেন না। একই ধারণা সচিন তেন্ডুলকরেরও।

নিজের প্রথম ওভারেই ওপেনার জেসন রয়ের স্টাম্প ছিটকে দিয়ে ইংল্যান্ড ইনিংসে ধাক্কা দেন বুমরা। এর পরে বুমরার গতি, সুইং এবং সিমের নড়াচড়ার কোনও জবাব ছিল না ইংল্যান্ড ব্যাটসম্যানদের কাছে। এর সঙ্গে যোগ দিয়েছিলেন মহম্মদ শামি। ভারতীয় পেসারদের দাপট দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকরের মত কিংবদন্তিও। সচিন টুইট করেছেন, ‘‘ওভাল পিচে খুব ভাল বাউন্স ছিল। ভারতীয় বোলাররা এই পিচে দারুণ লেংথে বল করে গেল। যেটা পার্থক্য গড়ে দিল। অসাধারণ বল করল ভারতীয় পেসাররা। বিশেষ করে বুমরার পারফরম্যান্স তো অবিশ্বাস্য।’’ বীরেন্দ্র সহবাগের টুইট, ‘‘এক দিনের ক্রিকেট হোক কী টেস্ট ক্রিকেট। এর চেয়ে ভাল জুটি আর হতে পারে না। বুমরা আর শামি বাকিদের চেয়ে অনেক আলাদা।’’ শামি এ দিন ওয়ান ডে ক্রিকেটে দেড়শো উইকেট পেলেন।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন টুইট করেছেন, ‘‘বাকিদের চেয়ে অনেক এগিয়ে বুমরা।’’ ধারাভাষ্য দিতে গিয়ে আর এক প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের মন্তব্য, ‘‘সব ধরনের ক্রিকেটে এখন সেরা বোলারের নাম বুমরা।’’ যা শোনার পরে টুইটারে আবার প্রতিক্রিয়া জানিয়েছেন সচিন। কিংবদন্তি ব্যাটসম্যান লিখেছেন, ‘‘বেশ কিছু সময় ধরে আমি বলে আসছি, যে কোনও ফর্ম্যাটে বুমরা হল সেরা বোলার। শুনে ভাল লাগছে যে নাসের হুসেনও ধারাভাষ্য দিতে গিয়ে আমার সঙ্গে একমত হল।’’

ধারাভাষ্য দিতে গিয়ে ইংল্যান্ডের অফস্পিনার গ্রেম সোয়ান মন্তব্য করেন, ‘‘সুইংয়ের চেয়েও এখানে সিমে পড়ে বল বেশি নড়াচড়া করেছে। যেটা ইংল্যান্ড ব্যাটসম্যানদের বেশি সমস্যায় ফেলে দেয়।’’ ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, বিভিন্ন লেংথে বল করে ব্যাটসম্যানদের সমস্যা বাড়িয়ে তুলেছেন বুমরা। মঞ্জরেকরের কথায়, ‘‘এক জন বোলার যখন এই পিচে একটা নির্দিষ্ট লাইনে বল করে যায় কিন্তু লেংথটা নানা ভাবে কাজে লাগায়, তখন সে ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন হয়ে ওঠে। দুরন্ত বুমরা।’’

ইংল্যান্ডের মাঠে প্রথম ভারতীয় পেসার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ছ’উইকেট নিলেন বুমরা। ওয়ান ডে ক্রিকেটে নিজের সেরা বোলিংও এ দিন করে গেলেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলছিলেন, ‘‘আকাশ বেশ মেঘলা ছিল। ভারত যখন টস জিতে ফিল্ডিং নিল, তখনই আমরা বুঝেছিলাম বল সুইং করবে। ভারত পরিবেশটা খুব ভাল কাজে লাগাল।’’ বুমরা নিয়ে প্রশ্ন করা হলে বাটলার বলেন, ‘‘অসাধারণ বল করল বুমরা। ওর বিরুদ্ধে খেললে বোঝা যায় ও কত ভাল বোলার।’’ রোহিত একের পর এক পুল শট মারলেও তাঁকে ক্রমাগত শর্ট বল করার কৌশল নিয়ে বাটলারের মন্তব্য, ‘‘উইকেট নেওয়ার জন্য আমরা ঝুঁকি নিয়েছিলাম। বোলারদের বলা ছিল, ঝুঁকি নিতে। যেটা বেশ কঠিন কাজ।’’

Jasprit Bumrah India England Sachin Tendulkar Nasser Hussain

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}