চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭ বছর পর চিপকে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে ৩০ বলে ৩১ রান করেন বিরাট কোহলি। সেই সঙ্গে গড়লেন রেকর্ডও। টপকে গেলেন শিখর ধাওয়ানকে।
চেন্নাইয়ের বিরুদ্ধে ধাওয়ান ১০৫৭ রান করেছিলেন। তাঁকে টপকে গিয়েছেন কোহলি। চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি ৩৪টি ম্যাচে ১০৬৮ রান করেছেন। বুধবার খুব মন্থর ইনিংস খেলেন কোহলি। শুক্রবার ১০ বল খেলে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি গড়েন তিনি। কোহলি রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই চিপকে উপস্থিত বেঙ্গালুরুর সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। ১৭ বছর ধরে ধারাবাহিক ভাবে রান করছেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধেও রান করেছেন নিয়মিত। তবে শুক্রবার ৩১ রানের বেশি করতে পারেননি।
আরও পড়ুন:
কোহলি খুব বেশি রান না করলেও তাঁর দল ম্যাচ জিতেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার তালিকায় রয়েছেন রোহিত শর্মা। তিনি ৮৯৬ রান করেছেন। ডেভিড ওয়ার্নার (৬৯৬) এবং কায়রন পোলার্ডও (৫৮৩) চেন্নাইয়ের বিরুদ্ধে রান করার তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। লোকেশ রাহুল চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৫৩ রান করেছেন।
ব্যাট হাতে কোহলি ৩০ বলে ৩১ রানের বেশি করতে পারেননি। ১৩তম ওভারে নুর আহমেদের বলে আউট হয়ে যান তিনি। তবে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলে নেয়। কৃতিত্ব দিতে হবে অধিনায়ক রজত পাটীদারকে। তিনি অর্ধশতরান করেন। বেঙ্গালুরুর ১৯৬ রানের জবাবে চেন্নাই শেষ হয়ে যায় ১৪৬ রানে।