Advertisement
০৫ অক্টোবর ২০২৪
IPL 2025 Auction

আইপিএল নিলামের একটি নিয়ম নিয়ে খুশি নয় কিছু দল, বোর্ডকে চিঠি লিখে প্রতিবাদ

কিছু দিন আগেই আইপিএলের নিলাম সংক্রান্ত নিয়ম প্রকাশ করেছে বিসিসিআই। তার একটি নিয়ম নিয়ে বেশ কিছু দল অখুশি। তারা মানতে পারছে না ‘রাইট-টু-ম্যাচ’-এর নিয়ম। চিঠি লিখে প্রতিবাদ জানানো হয়েছে বোর্ডকে।

cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ১৪:৪৪
Share: Save:

কিছু দিন আগেই আইপিএলের নিলাম সংক্রান্ত নিয়ম প্রকাশ করেছে বিসিসিআই। তার একটি নিয়ম নিয়ে বেশ কিছু দল অখুশি। তারা মানতে পারছে না ‘রাইট-টু-ম্যাচ’-এর নিয়ম। চিঠি লিখে প্রতিবাদ জানানো হয়েছে বোর্ডকে।

নিয়মে বোর্ড জানিয়েছে, কোনও ক্রিকেটারের ক্ষেত্রে ‘রাইট-টু-ম্যাচ’ প্রয়োগ করার আগে যে দল তাঁর জন্য সর্বোচ্চ দর হেঁকেছে তাকে আর এক বার দর বাড়ানোর সুযোগ দেওয়া হবে। সেই দর যে কোনও মূল্যের হতে পারে। এতেই আপত্তি জানিয়েছে দলগুলি।

ধরা যাক, ‘এক্স’ ক্রিকেটারের ‘রাইট-টু-ম্যাচ’-এর অধিকার রয়েছে ‘টিম ওয়ান’-এর হাতে। এ বার ‘টিম টু’ ওই ক্রিকেটারের দর হাঁকল ছয় কোটি টাকা। তখন ‘টিম ওয়ান’কে জিজ্ঞাসা করা হবে তারা ‘রাইট-টু-ম্যাচ’ প্রয়োগ করতে চায় কি না। যদি তারা রাজি হয় তা হলে ‘টিম টু’-কে আবার দর বাড়ানোর সুযোগ দেওয়া হবে। ধরা যাক তারা নয় কোটি টাকা দর হাঁকল। সে ক্ষেত্রে ‘টিম ওয়ান’কে ‘রাইট-টু-ম্যাচ’ প্রয়োগ করে নয় কোটি টাকা দিয়েই ওই ক্রিকেটারকে কিনতে হবে। ‘টিম টু’ যদি দর বাড়াতে রাজি না হয় তা হলে ‘টিম ওয়ান’ ছয় কোটিতেই সেই ক্রিকেটারকে কিনতে পারে।

দলগুলির দাবি, ‘রাইট-টু-ম্যাচ’-এর আসল উদ্দেশ্য একজন ক্রিকেটারের বাজারদর প্রতিষ্ঠিত করা। কিন্তু একটি দলকে অন্যায্য ভাবে দর বাড়ানোর অধিকার দিলে সেই উদ্দেশ্য পূরণ হবে না। সে ক্ষেত্রে একজন ক্রিকেটারের এমন দর উঠে যেতে পারে যার যোগ্য তিনি নন। এই নিয়মের প্রতিবাদ করে চিঠি পাঠিয়েছে কিছু দল।

বোর্ড চেয়েছিল নিলামে যত বেশি সম্ভব তারকা ক্রিকেটারকে টেনে আনার। এই নিয়ম সেই কারণেই চালু করা হয়েছে। তবে দলগুলি বেঁকে বসলে নিয়ম পাল্টানো হয় কি না সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2025 Auction BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE