মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই খেলতে নামতে পারেন আকাশ দীপ। বাংলার পেসার জানিয়ে দিয়েছেন যে, তিনি পুরোপুরি সুস্থ। যদিও কিছু দিন আগে জানা গিয়েছিল আকাশের সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে। ইতিমধ্যেই তিনি লখনউ দলে যোগ দিয়েছেন।
এ বারের নিলামে লখনউ কিনে নেয় আকাশকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলে ফেরার পর থেকেই খেলতে পারছিলেন না তিনি। চোট ছিল তাঁর। আকাশ বলেন, “ একটা অনুশীলন ম্যাচ খেলেছি। কিন্তু ক্রিকেটে এমন একটা খেলা, যেখানে দু’-তিন মাস না খেললে আত্মবিশ্বাস চলে যায়। সেটা ম্যাচ না খেললে ফেরে না। সে যতই অনুশীলন করা হোক। তাই আমার জন্য প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
২৮ বছরের আকাশ ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। তিনি গত বার খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আকাশ বলেন, “জার্সি বদলে যায়, খেলোয়াড় একই রকম থাকে। চোটের কারণে দলের সঙ্গে বেশি দিন থাকিনি, তবে এখন আমি আত্মবিশ্বাসী। নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি। ম্যাচে ফোকাস রাখতে সুবিধা হয়। এই ধরনের প্রতিযোগিতায় সেটা খুব গুরুত্বপূর্ণ।”
লখনউয়ের মেন্টর জাহির খান। তিনি এক সময় ভারতীয় দলে পেস আক্রমণকে নেতৃত্ব দিতেন। ২০১১ সালের বিশ্বকাপও জিতেছেন। আকাশ বলেন, “জাহিরের মতো এক জনকে পাশে পাওয়া আমার কাছে বিরাট সৌভাগ্যের। দু’মাস সময় ওর সঙ্গে খেলতে পারব। জাহিরের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিরাট। এত বড় একজন বোলার আমাকে দেখলেই বলে দিতে পারবে, কোন কোন জায়গায় আমার উন্নতি প্রয়োজন। হয়তো এই পর্যায় খেলতে এসে বিরাট কোনও পরিবর্তনের দরকার হবে না। কিন্তু ছোট ছোট পরিবর্তন করতেই পারেন।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
০০:১৮
কেন লুকিয়ে রাখলেন নিজেকে? ম্যাচ হেরে অজুহাত খুঁজছেন লখনউয়ের অধিনায়ক পন্থ -
২৩:৪৭
অবশেষে গোয়েন্কার সঙ্গে সাক্ষাৎ! ২ সেকেন্ডে রাহুল বুঝিয়ে দিলেন গত বারের সেই অপমানের জ্বালা মেটেনি -
২২:৫২
ধমকের বদলা ধমাকায়! গোয়েন্কাকে জবাব বিতাড়িত রাহুলের, গ্যালারিতে দাঁড়িয়ে হার দেখলেন লখনউ মালিক -
২১:০৬
এক ওভারে মুকেশের জোড়া ধাক্কায় ছন্দহীন পন্থের লখনউ, জয়ের জন্য দিল্লির চাই ১৬০ রান -
১৮:৪১
দিনে পাঁচ লিটার দুধ? অবশেষে নিজের শক্তির রহস্য ফাঁস করলেন ধোনি