গুগ্ল ম্যাপ দেখে রাস্তা চিনতে গিয়েই কি বিপদ? দিল্লি-লখনউ হাইওয়েতে এক পথ দুর্ঘটনার পর উঠছে এমনই প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, চার বন্ধু মিলে নৈনিতালে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। তাঁদের গাড়ি পিষে দেয় একটি ট্রাক। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে তাঁদের।
হরিয়ানার রোহতকের বাসিন্দা চার বন্ধু মিলে নৈনিতাল ঘুরতে যাবেন বলে ঠিক করেন। সেই অনুযায়ী দিন দুই আগে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন শিবানী, সিমরন, রাহুল এবং সঞ্জু। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে যায়। গাড়ির জানলার কাচগুলি এমন ভাবে আটকে যায় যে, দুর্ঘটনার পরে তা কোনও ভাবেই খোলা সম্ভব হয়নি। পুলিশ এসে গাড়ির জানলার কাচ ভেঙে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁদের মধ্যে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশের ধারণা, গুগ্ল ম্যাপ দেখে যাওয়ার সময় হাইওয়েতে একটি বাঁক নেয় গাড়িটি। তখনই দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের মোরদাবাদের পুলিশ সুপার রণবিজয় সিংহ বলেন, ‘‘ট্রাকটি দিল্লি থেকে রামপুরের দিকে যাচ্ছিল। আর গাড়িটি দিল্লির পথ ধরেছিল। গাড়িটি বাইপাস ছেড়ে দিল্লির দিকে মোড় নেওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে।’’ পুলিশের অনুমান, গুগ্ল ম্যাপ দেখে ভুল জায়গায় বাঁক নিয়েছিল গাড়িটি। তখন উল্টো দিক থেকে আসা ট্রাক সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, গাড়ির ডান দিকের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির চারটে দরজাই লক্ড হয়ে গিয়েছিল। ফলে যাত্রীরা চেষ্টা করেও বাইরে বেরোতে পারেননি।