ধোনিকে নেওয়া হয়েছে ১২ কোটি টাকায়। —ফাইল চিত্র
চেন্নাই পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল-এর নিলামের আগে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা গেল তাঁর দলের শহরে। নিলামের আগের প্রস্তুতি নিতেই কি চেন্নাইতে ধোনি? তেমনটাই মনে করছে ক্রিকেটমহল।
১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএল-এর নিলাম। তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় সব দলই। চেন্নাইয়ের হয়ে নিলামে বরাবর বড় ভূমিকা নেন ধোনি। এ বারেও সেই কাজেই চেন্নাইতে পৌঁছেছেন তিনি। চার ক্রিকেটারকে দলে রেখেছে চেন্নাই। ধোনি, রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড় এবং মইন আলি। ধোনিকে নেওয়া হয়েছে ১২ কোটি টাকায়। জাডেজার দাম ১৬ কোটি টাকা।
The 💛 goes 😁, every single time! #ThalaDharisanam #WhistlePodu 🦁 pic.twitter.com/IihZJsuDVQ
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) January 27, 2022
৫৮ কোটি টাকা নিয়ে নিলামে নামবে চেন্নাই। এই বছরের আইপিএল-এ চেন্নাই দলে যে ধোনি থাকবেন তা আগেই নিশ্চিত করেছিলেন তিনি। এটাই তাঁর শেষ আইপিএল কি না সেই নিয়ে আলোচনা চলছে। ধোনির মতে এ বারের আইপিএল-এ চেন্নাই এমন ক্রিকেটারদের নিয়ে দল গড়তে চাইবে যাঁরা ৫ থেকে ১০ বছর খেলতে পারবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy