সমাজমাধ্যম থেকে আজকাল দূরে থাকেন বিরাট কোহলি। তাঁকে আর নিজের জীবন বা খেলা নিয়ে পোস্ট করতে দেখা যায় না। উল্টে বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করেন তিনি। কোহলির এই কাজের সমালোচনা হয়। অনেকেই প্রশ্ন করেন, কেন ব্যক্তিগত তথ্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেন না কোহলি। সমালোচকদের জবাব দিয়েছেন কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারতের বেশ কয়েক জন ক্রিকেটার সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন। নিজেদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু কোহলি তা করেননি। কেন করেননি তার জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে কোহলি বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার যে আনন্দ আমার হয়েছে তা সমাজমাধ্যমে পোস্ট করলে তো বাড়বে না। সকলেই জানে আমরা ট্রফি জিতেছি। তাই সেই বিষয়ে পোস্ট করলে তো আর দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারব না। বাস্তব তো একই থাকবে।”
কোহলি জানিয়েছেন, সমাজমাধ্যম তাঁর কেরিয়ারে প্রভাব ফেলছিল। তাঁর খেলায় প্রভাব ফেলছিল। সেই কারণে ইচ্ছা করেই সেখান থেকে বেরিয়ে এসেছেন তিনি। কোহলি বলেন, “প্রযুক্তি অনেক সময় মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়। আমার কেরিয়ারে সেটা দেখেছি। সমাজমাধ্যম আমার খেলায় প্রভাব ফেলেছে। সেই কারণেই আমি বেরিয়ে এসেছি। আমি এমন একটা সময়ে বড় হয়েছি, যখন পকেটে ফোন থাকত না। তাই এখনও সেটা দূরেই রাখি।”
আরও পড়ুন:
আগে অবসর সময়ে সমাজমাধ্যমে পোস্ট করতেন কোহলি। তাঁর কথা, পরিবারের কথা জানাতেন। সে সব এখন না করায় ভক্তেরা যে দুঃখ পান তা কোহলি জানেন। তার পরেও তিনি দূরেই থাকতে চান। ভারতীয় ক্রিকেটার বলেন, “আমি জানি পোস্ট করি না বলে অনেকেই দুঃখ পান। কিন্তু আমি ইচ্ছা করেই সেটা করি। এটাই আমার যাপনের ধরন। সমাজমাধ্যম থেকে দূরে থাকায় মন অনেক ফুরফুরে থাকে। সেটা আমার খেলায় সাহায্য করে।”
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৬৫ কোটি) ও লিয়োনেল মেসির (৫০ কোটি) পর খেলার দুনিয়ায় তৃতীয় সর্বাধিক ফলোয়ার রয়েছে কোহলির (২৭ কোটি)। তাঁরা চান, তাঁদের প্রিয় তারকা নিজের জীবনের কথা তাঁদের সঙ্গে ভাগ করে নিন। কিন্তু সেই পথে এগোতে চান না কোহলি। তিনি সমাজমাধ্যম থেকে দূরেই থাকতে চান।
আপাতত দেশের হয়ে কোনও সিরিজ় নেই কোহলির। সামনে আইপিএল। ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেশের হয়ে এত ট্রফি জিতলেও আইপিএল জেতা হয়নি কোহলির। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এ বার নামতে চান ভারতীয় ক্রিকেটার।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:১৫
৯৫ রানে অলআউট হয়ে যাওয়া দলের সামনে লক্ষ্য ছিল ২০২, বৃষ্টিই ইডেনে বাঁচিয়ে দিল রাহানের কেকেআরকে -
২৩:০৪
তিন বছর আগে প্রেম ভেঙেছে শুভমনের? আইপিএলের মাঝে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্যাটার -
২১:৪২
আইপিএলের বেতন নিয়ে আবার বিদ্রোহী গাওস্কর, ইঙ্গিত কি ১৪ বছরের কোটিপতি বৈভবের দিকে? -
১৯:৫২
ধোনির পরামর্শ মেনে সফল রিঙ্কু, কেকেআর ৩০০ রান তুলবে, স্বপ্ন দেখছেন ১৩ কোটির ব্যাটার -
১৯:০২
থামল না বৃষ্টি, ইডেনে ভেস্তে গেল ম্যাচ, ১ পয়েন্ট করে পেল কেকেআর ও পঞ্জাব