বর্ডার-গাওস্কর ট্রফির ব্যর্থতার পর বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীদের যাওয়া নিয়ে নতুন নির্দেশ জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৪৫ দিনের কম সফরের ক্ষেত্রে ক্রিকেটারেরা পরিবারকে নিয়ে যেতে পারেন না নতুন নিয়ম অনুযায়ী। বিসিসিআইয়ের নতুন এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হলেন বিরাট কোহলি। তাঁর বক্তব্য, মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারের সান্নিধ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্তদের এটুকু বোঝা উচিত।
৪৫ দিনের বেশি বিদেশ সফরের ক্ষেত্রে ১৪ দিনের জন্য পরিবার সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটারেরা। বিসিসিআইয়ের এই ফরমানে খুশি নন কোহলি। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে এ নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলি বলেছেন, ‘‘মনে হয় না মানুষ পরিবারের মূল্যবোধ সম্পর্কে কিছু বোঝে। আমি খুব হতাশ। মনে হয়, যাঁরা এই বিষয়গুলির সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়, তাঁদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাঁদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য পারফরম্যান্স খারাপ হয়।’’ কোহলি আরও বলেছেন, ‘‘মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারকে কাছে পাওয়া গুরুত্বপূর্ণ। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না।’’
কোহলি বলেছেন, ‘‘রোজ জীবনে কঠিন কিছু ঘটে। কঠিন পরিস্থিতিতে পরিবার পাশে থাকলে স্বাভাবিক থাকা যায়। স্বাভাবিক থাকলে তবেই তো দায়িত্ব পালন করা যাবে। আমি অন্তত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাই না।” তাঁর আরও বক্তব্য, “ঘরে কেউ একা একা বিমর্ষ ভাবে থাকতে চায় না।”
বিসিসিআইয়ে নতুন নিয়মের ফলে বিদেশ সফরের সময় স্ত্রী-সন্তান বা বান্ধবীদের সঙ্গে রাখা নিয়ে সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। উল্লেখ্য, গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আবেদনের ভিত্তিতে একটি ম্যাচে পরিবার সঙ্গে রাখার অনুমতি পেয়েছিলেন রোহিত শর্মারা।
শনিবারের অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। খেলার অনুষ্ঠানে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দ নিয়ে আলোচনা তাঁর পছন্দ নয় বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘‘এক জন সঞ্চালক বা বিশ্লেষকের উচিত খেলা নিয়ে আলোচনা করা। গত কাল মধ্যাহ্নভোজে কী খেয়েছি বা দিল্লিতে আমার প্রিয় ছোলে বাটুরের দোকান কোনটা— এ সব নিয়ে আলোচনার দরকার নেই। এগুলো ক্রিকেট ম্যাচের অংশ নয়। এক জন ক্রিকেটার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা নিয়ে বরং কথা হতে পারে।’’
আরও পড়ুন:
আপাতত আইপিএলের দিকে তাকিয়ে কোহলি। বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে চান। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফেরার পর বদলেছেন চুলের ছাঁট। ক্রিকেটপ্রেমীরা তাঁর সাজসজ্জার নাম দিয়েছেন ‘কোহলিউড’।