আর মাত্র ৫ উইকেট। তা হলেই দেশের মাটিতে নজির গড়বেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের মাটিতে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হবেন তিনি। ভাঙবেন অনিল কুম্বলের রেকর্ড।
এখনও পর্যন্ত ভারতের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট কুম্বলের দখলে। ৬৩টি টেস্টে ৩৫০ উইকেট নিয়েছেন কুম্বলে। তার মধ্যে ২৫ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। সাত বার ম্যাচে ১০টি বা তার বেশি উইকেট নিয়েছেন কুম্বলে।
আরও পড়ুন:
অশ্বিন দেশের মাটিতে এখনও পর্যন্ত ৫৭টি টেস্ট খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ৩৪৬। ২৬ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। ছ’বার ম্যাচে ১০টি বা তার বেশি উইকেট গিয়েছে অশ্বিনের ঝুলিতে। অর্থাৎ, রাজকোটে দু’ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নিলেই কুম্বলের রেকর্ড ভেঙে দেবেন তিনি।
রাজকোটে আরও একটি নজিরের সামনে রয়েছেন অশ্বিন। আর মাত্র ১টি উইকেট নিলেই টেস্টে ৫০০ উইকেট হবে তাঁর। সে ক্ষেত্রে কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেটের মালিক হবেন অশ্বিন।