Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
India Women vs Australia Women

কাজে এল না মন্ধানার শতরান, অরুন্ধতীর ৪ উইকেট, হরমনদের ব্যর্থতায় তৃতীয় ম্যাচেও ভরাডুবি ভারতের

শতরান করেও দলকে জেতাতে পারলেন না মন্ধানা। কাজে এল না অরুন্ধতীর ৪ উইকেটও। অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ় হারলেন হরমনপ্রীতেরা।

picture of Smriti Mandhana

শতরানের পর স্মৃতি মন্ধানা। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩
Share: Save:

তৃতীয় এক দিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে বড় ব্যবধানে হেরে গেলেন হরমনপ্রীত কৌরেরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৮ রান করেন তাহিলা ম্যাকগ্রার দল। জবাবে ৪৫.১ ওভারে ২১৫ রানে শেষ ভারতের ইনিংস। বুধবার ৮৩ রানে হারায় তিন ম্যাচের এক দিনের সিরিজ় ০-৩ ব্যবধানে হারলেন হরমনপ্রীতেরা। কাজে এল না স্মৃতি মন্ধানার শতরান এবং অরুন্ধতী রেড্ডির ৪ উইকেট।

পার্‌থের নতুন অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানে জয় পেয়েছিল যশপ্রীত বুমরার দল। সেখানকার পুরনো স্টেডিয়াম ওয়াকায় জিততে পারলেন না হরমনপ্রীতেরা। প্রথম দু’টি ম্যাচ জেতায় এক দিনের সিরিজ় জয় আগেই নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়ার মহিলা দল। বুধবার ছিল ভারতীয় মহিলা দলের কাছে সম্মানের লড়াই। কিন্তু ফলাফল একই থাকল।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। প্রতিপক্ষকে চাপে ফেলেও লাভ কিছু হয়নি। অ্যানাবেল সাদারল্যান্ডের ৯৫ বলে ১১০ রানের ইনিংসের (৯টি চার এবং ৪টি ছয়) সুবাদে বড় রান তোলে অস্ট্রেলিয়ার মহিলা দল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন তিনি। তাঁর সঙ্গে প্রয়োজনীয় জুটি গড়ে তোলেন ছ’নম্বরে নামা অ্যাশলে গার্ডনার (৬৪ বলে ৫০) এবং সাত নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক ম্যাকগ্রা (৫০ বলে অপরাজিত ৫৬)। পঞ্চম উইকেটের জুটিতে গার্ডনারকে নিয়ে ৯৬ রানের জুটি তৈরি করেন সাদারল্যান্ড। আর ষষ্ঠ উইকেটে ম্যাকগ্রার সঙ্গে তাঁর জুটি ১২২ রানের। অথচ একটা সময় সুবিধাজনক জায়গায় ছিল ভারতই। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৮ রান করা অস্ট্রেলিয়া ১৬.১ ওভারে ৭৮ রানে ৪ উইকেট হারায় তারা। দুই ওপেনার ফোবে লিচফিল্ড ২৫ এবং জিওর্জিয়া ভোল ২৬ রান করেন। ভারতের সফলতম বোলার অরুন্ধতী ২৬ রানে ৪ উইকেট নেন। আর কেউই অসি ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি।

জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনই স্বচ্ছন্দে ছিল না ভারতীয় ইনিংস। ব্যাট হাতে একাই লড়াই করলেন মন্ধানা। ২২ গজে কাউকে পেলেন না সঙ্গী হিসাবে। পিচের এক দিক আগলে তিনি ১০৯ বলে ১০৫ রানের ইনিংস (১৪টি চার এবং ১টি ছয়) খেললেও অন্য প্রান্তে ধারাবাহিক ভাবে উইকেট হারিয়েছে ভারত। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এক ক্যালেন্ডার বছরে চারটি শতরান করার নজির গড়লেন তিনি। কিছুটা চেষ্টা করলেন তিন নম্বরে নামা হারলিন দেওল। তিনি ৬৪ বলে ৩৯ রান করেন। ওপেন করতে নেমে ব্যর্থ রিচা ঘোষ (২)। চার নম্বরে নেমে দলের চাপ বাড়ালেন অধিনায়ক হরমনপ্রীত (১২)। জেমাইমা রড্রিগেজের ব্যাট থেকে এসেছে ১৬ রানের ইনিংস। আর কেউ দু’অঙ্কের রানও করতে পারেননি। অস্ট্রেলিয়ার সফলতম বোলার গার্ডনার ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন। ২৬ রানে ২ উইকেট মেগান শাটের। ২৭ রান দিয়ে ২ উইকেট আলানা কিংয়ের।

অন্য বিষয়গুলি:

ODI Smriti Mandhana Harmanpreet Kaur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy