টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ২০ ওভারের ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করলেন কোহলি। বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে এই কীর্তি অর্জন করেন তিনি।
সোমবারের ম্যাচের আগে মাইলফলকে পৌঁছোতে কোহলির প্রয়োজন ছিল ১৭ রান। হার্দিক পাণ্ড্যের দলের বিরুদ্ধে কোহলি খেলেছেন ৪২ বলে ৬৭ রানের ইনিংস। ফলে এ দিনের পর টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির রান হল ১৩০৫০। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন কোহলি। ক্রিস গেলের পর দ্বিতীয় দ্রুততম হিসাবে পৌঁছোলেন ১৩ হাজার রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রান রয়েছে অ্যালেক্স হেলস, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের।
আরও পড়ুন:
দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ড রয়েছে গেলের দখলে। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ৩৮১তম ইনিংসে এই মাইলফলকে পৌঁছোলেন। কোহলি নিলেন ৩৮৬টি ইনিংস। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হেলস। তিনি ১৩ হাজার রান করেছিলেন ৪৭৪তম ইনিংসে। চতুর্থ স্থানে থাকা শোয়েব ৪৮৭টি ইনিংস নিয়েছিলেন ১৩ হাজার রান পূর্ণ করতে। আর পোলার্ড ৫৯৪তম ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ