শুক্রবারের ম্যাচে কোহলীর সঙ্গে রোহিত। ছবি টুইটার
সাদা বলের ক্রিকেটে প্রথম বার অধিনায়কত্ব করেই বিপক্ষকে পর্যুদস্ত করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে চুনকাম করেছে তাঁর দল। কিন্তু রেকর্ডের দিকে এখনই তাকাতে রাজি নন রোহিত। বরং সিরিজে যে ভাবে তাঁরা খেলেছেন, সেটা নিয়েই বেশি খুশি তিনি। পাশাপাশি, কান দিতে চাইলেন না সমালোচনাকেও।
শুক্রবার ম্যাচের পর বলেছেন, “একদমই সংখ্যার দিকে তাকাচ্ছি না। এই সিরিজে সব কিছুই ঠিকঠাক করেছি। যা চেয়েছিলাম তাই হয়েছে এই সিরিজে। তবু অনেকে সমালোচনা করছে। যত দিন খেলে যাব, তত দিন এই সমালোচনা থেকে মুক্তি পাব না। কারণ আমরা জানি, লোকে আমাদের দেখে। গোটা বিশ্ব আমাদের দেখে। ক্রিকেটার হিসেবে, পেশাদার হিসেবে যেটা করা উচিত সেটাই আমরা করি। বাইরের আওয়াজে পাত্তা দিই না।”
WHAT. A. WIN! 👌 👌@prasidh43 gets the last West Indies wicket & @imVkohli takes the catch as the @ImRo45-led #TeamIndia win the third @Paytm #INDvWI ODI by 96 runs to complete the series sweep. 👏 👏
— BCCI (@BCCI) February 11, 2022
Scorecard ▶️ https://t.co/9pGAfWtQZV pic.twitter.com/bR7KzaBTDx
সিরিজের সেরা প্রসিদ্ধকে নিয়ে খুশি রোহিত। বলেছেন, “আগের ম্যাচেও বলেছিলাম, প্রসিদ্ধের মতো স্পেল ভারতের মাটিতে আগে দেখিনি। পিচ থেকে বাউন্স আদায় করে নেওয়ার দারুণ ক্ষমতা রয়েছে ওর। যদিও আমার পিচ দেখে ভারতের মাটিতে খেলছি এটা মনে হয়নি। কিন্তু বোলাররা যে ভাবে সাহায্য পেয়েছে সেটা ভাল লেগেছে। সিরাজকেও নিয়েও আমি খুশি। শার্দূল এবং দীপকও নিজেদের কাজটা ভাল ভাবে করেছে।”
চলতি সিরিজে যদিও ‘কুল-চা’ জুটিকে এক সঙ্গে খেলতে দেখা যায়নি। কিন্তু কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালকে নিয়েও খুশি রোহিত। বলেছেন, “কুলদীপ এবং চহালকেও ভুললে চলবে না। চহাল ইদানীং আমাদের দলের সঙ্গে ছিল। কিন্তু কুলদীপ প্রায় হারিয়ে গিয়েছিল। ও এই পারফরম্যান্সের পর আত্মবিশ্বাস পাবে। ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুক। আশা করি দ্রুতই ওদের একসঙ্গে দেখতে পাব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy