রাস্তার ধারে দাঁড় করানো ছিল একটি স্কুটার। তার আড়ালে গিয়ে সঙ্গিনীকে আদর করছিল একটি বিড়াল। একে অপরের গলা জড়িয়ে শুয়েছিল তারা। কিন্তু তাদের ‘প্রেম’-এ ভঙ্গ দিল অন্য একটি বিড়াল। তাকে দেখেই লেজ গুটিয়ে পালিয়ে গেল একটি মার্জার। অন্য বিড়ালকে তাড়া করতে শুরু করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি বিড়াল একে অপরের গলা জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। তাদের পিছনে হঠাৎ অন্য একটি বিড়াল এসে দাঁড়িয়ে পড়ল। তৃতীয় বিড়ালটিকে দেখার পর ভয় পেয়ে ছুট দিল একটি বিড়াল।
আদরে কেন বাধা পড়ল তা বুঝতে পারছিল না কালো বিড়ালটি। দিব্যি অন্য একটি বিড়ালকে জড়িয়ে শুয়েছিল সে। তার সঙ্গিনী হঠাৎ কেন পালিয়ে গেল তা বোঝার জন্য এ দিক-ও দিক তাকাতে লাগল বিড়ালটি। কিন্তু পিছনে তাকিয়ে ভয়ে কাঠ হয়ে গেল সে। এ যে তার অন্য সঙ্গিনী! তাকে লুকিয়ে অন্য একটি বিড়ালকে আদর করছিল সে। সঙ্গীকে এ ভাবে ঠকাতে দেখে রেগে আগুন হয়ে যায় তৃতীয় বিড়ালটি। রেগে গিয়ে তার প্রেমিককে ধাওয়া করতে শুরু করে। প্রেমিকও তাড়া খেয়ে পালাতে থাকে।