টানা চিরুনি তল্লাশি চলছে মধ্য এবং দক্ষিণ কাশ্মীরের গ্রাম-পাহাড়-জঙ্গলে। সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী। কিন্তু পহেলগাঁও হত্যাকান্ডের এক সপ্তাহ পরেও ঘাতকদের খোঁজ পায়নি সেনা এবং পুলিশ। সেনা সূত্রের খবর, এই মুহূর্তে উপত্যকার মোট চারটি স্থানে চলছে অভিযান।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে পহেলগাঁও হামলার পরেই হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। এখনও তা চলছে। কিন্তু হামলাকারীরা এখনও অধরা। তল্লাশি অভিযান চলাকালীন গত বৃহস্পতিবার উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ।
আরও পড়ুন:
এরই মধ্যে মঙ্গলবার ভোরে ত্রালের অদূরে জঙ্গলে একটি জঙ্গিদলের সন্ধান পাওয়া গিয়েছে বলে সেনা সূত্রের খবর। তাদের সঙ্গে সেনা ও পুলিশের যৌথবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। সংঘর্ষ চলছে সোপিয়ান-পুলওয়ামা এলাকাতেও। বৈসরনে হামলায় জড়িত সন্দেহে ১৫ জন স্থানীয়কে গ্রেফতার করে জেরা করেছেন তদন্তকারীরা। তাঁদের বয়ান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সরকারি সূত্রের দাবি।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার ২২ এপ্রিলের জঙ্গি হানায় ২৫ জন পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। এই ঘটনায় পাক জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) দায়ী বলে অভিযোগ। পহেলগাঁও সন্ত্রাসে পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। পাকিস্তানের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তারা আদৌ জড়িত নয়, বরং ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পাকিস্তানকে দায়ী করছে। পাল্টা নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য বন্ধের কথা ঘোষণা করেছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
২০:৫৮
‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি! বিদেশ মন্ত্রক স্পষ্ট করল জয়শঙ্কর-মন্তব্যের ব্যাখ্যা -
১৮:৩৪
তেরঙা পতাকায় মোড়া কফিনবন্দি দেহ, হরিয়ানার বাড়িতে শেষ বার ফিরলেন ল্যান্সনায়েক মনোজ -
১৬:০৩
বিপদের ‘বন্ধু’র সঙ্গেই বিশ্বাসঘাতকতা! ভারতীয় সরঞ্জামে ফৌজি ড্রোন বানিয়ে পাক সেনাকে সরবরাহ তুরস্কের? -
১৩:৪৭
‘সিঁদুর’ অভিযানের বার্তা দিতে দেশে দেশে ঘুরবে সর্বদলীয় প্রতিনিধিদল, নেতৃত্বে কারা? সাত নাম প্রকাশ করল কেন্দ্র -
১৩:৩৬
ভারত-পাক সম্পর্কের মেরামতিতে আমেরিকার সঙ্গে কাজ করছি আমরাও! এ বার দাবি ব্রিটেনের