Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Team India

India vs Sri Lanka 2022: পুজারা-রহাণের জায়গায় হনুমা-শ্রেয়স? দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

বিরাট কোহলীর শততম টেস্টে তিন এবং পাঁচ নম্বরে কারা? টেস্ট অধিনায়ক হয়ে কেমন ভাবে দল সাজাবেন রোহিত শর্মা?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৫:৫৩
Share: Save:
০১ ১২
নেই অজিঙ্ক রহাণে, চেতেশ্বর পুজারা। বিরাট কোহলীর শততম টেস্টে তিন এবং পাঁচ নম্বরে কারা? টেস্ট অধিনায়ক হয়ে কেমন ভাবে দল সাজাবেন রোহিত শর্মা? শুক্রবারের টসের আগে এই সব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। আনন্দবাজার অনলাইন তৈরি করল সম্ভাব্য একাদশ।

নেই অজিঙ্ক রহাণে, চেতেশ্বর পুজারা। বিরাট কোহলীর শততম টেস্টে তিন এবং পাঁচ নম্বরে কারা? টেস্ট অধিনায়ক হয়ে কেমন ভাবে দল সাজাবেন রোহিত শর্মা? শুক্রবারের টসের আগে এই সব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। আনন্দবাজার অনলাইন তৈরি করল সম্ভাব্য একাদশ।

০২ ১২
রোহিত শর্মা: দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন নেতা রোহিত। টেস্টে ওপেনার হিসেবেই দেখা যাবে তাঁকে।

রোহিত শর্মা: দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন নেতা রোহিত। টেস্টে ওপেনার হিসেবেই দেখা যাবে তাঁকে।

০৩ ১২
ময়ঙ্ক অগ্রবাল: এই সিরিজে নেই লোকেশ রাহুল। রোহিতের সঙ্গী হিসেবে দেখা যেতে তাঁকে। টি-টোয়েন্টি সিরিজেও শেষ মুহূর্তে দলের সঙ্গে যুক্ত করা হয়েছিল ময়ঙ্ককে। টেস্টে তিনিই ওপেন করবেন বলে মনে করা হচ্ছে।

ময়ঙ্ক অগ্রবাল: এই সিরিজে নেই লোকেশ রাহুল। রোহিতের সঙ্গী হিসেবে দেখা যেতে তাঁকে। টি-টোয়েন্টি সিরিজেও শেষ মুহূর্তে দলের সঙ্গে যুক্ত করা হয়েছিল ময়ঙ্ককে। টেস্টে তিনিই ওপেন করবেন বলে মনে করা হচ্ছে।

০৪ ১২
হনুমা বিহারী: তিন নম্বরে পুজারার জায়গায় খেলতে পারেন হনুমা। ছন্দে না থাকায় পুজারা এবং রহাণেকে বাদ দেওয়া হয় দল থেকে। রঞ্জি খেলছেন তাঁরা। তিন নম্বরের জন্য তৈরি করা হতে পারে হনুমাকে।

হনুমা বিহারী: তিন নম্বরে পুজারার জায়গায় খেলতে পারেন হনুমা। ছন্দে না থাকায় পুজারা এবং রহাণেকে বাদ দেওয়া হয় দল থেকে। রঞ্জি খেলছেন তাঁরা। তিন নম্বরের জন্য তৈরি করা হতে পারে হনুমাকে।

০৫ ১২
বিরাট কোহলী: শততম টেস্ট খেলতে মোহালিতে নামবেন বিরাট। সেই টেস্টে তাঁর চার নম্বর জায়গাই পাকা বলা যেতে পারে। সমর্থকরা চাইবেন এই ম্যাচেই ফের শতরান খুঁজে পান তিনি।

বিরাট কোহলী: শততম টেস্ট খেলতে মোহালিতে নামবেন বিরাট। সেই টেস্টে তাঁর চার নম্বর জায়গাই পাকা বলা যেতে পারে। সমর্থকরা চাইবেন এই ম্যাচেই ফের শতরান খুঁজে পান তিনি।

০৬ ১২
শ্রেয়স আয়ার: রহাণে না থাকায় শ্রেয়সের জায়গা পাকা বলা যেতে পারে। অভিষেক ম্যাচে শতরান করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় রহাণে খেলায় সুযোগ পাননি তিনি। দেশের মাটিতে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

শ্রেয়স আয়ার: রহাণে না থাকায় শ্রেয়সের জায়গা পাকা বলা যেতে পারে। অভিষেক ম্যাচে শতরান করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় রহাণে খেলায় সুযোগ পাননি তিনি। দেশের মাটিতে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।

০৭ ১২
ঋষভ পন্থ: কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন দেশের প্রথম উইকেটরক্ষক পন্থ। তাঁকে এই ম্যাচে খেলানো হবেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামের পর তরতাজা হয়েই নামবেন তিনি।

ঋষভ পন্থ: কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন দেশের প্রথম উইকেটরক্ষক পন্থ। তাঁকে এই ম্যাচে খেলানো হবেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামের পর তরতাজা হয়েই নামবেন তিনি।

০৮ ১২
রবিচন্দ্রন অশ্বিন: ঘরের মাঠে প্রথম স্পিনার হিসেবে খেলবেন তিনি। তবে তাঁর চোট রয়েছে। সেই ক্ষেত্রে তিনি না খেলতে পারলে সুযোগ পেতে পারেন জয়ন্ত যাদব বা সৌরভ কুমার।

রবিচন্দ্রন অশ্বিন: ঘরের মাঠে প্রথম স্পিনার হিসেবে খেলবেন তিনি। তবে তাঁর চোট রয়েছে। সেই ক্ষেত্রে তিনি না খেলতে পারলে সুযোগ পেতে পারেন জয়ন্ত যাদব বা সৌরভ কুমার।

০৯ ১২
রবীন্দ্র জাডেজা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর দলে ফিরলেন জাডেজা। ব্যাটে, বলে ঘরের মাঠে দলের ভরসা হয়ে উঠতে পারেন তিনি।

রবীন্দ্র জাডেজা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর দলে ফিরলেন জাডেজা। ব্যাটে, বলে ঘরের মাঠে দলের ভরসা হয়ে উঠতে পারেন তিনি।

১০ ১২
মহম্মদ শামি: ভারতীয় দলের লাল বলের ক্রিকেটে প্রথম দুই পেসার অবশ্যই শামি এবং বুমরা। এ বারের টেস্টে দলে রয়েছেন দু’জনেই। শ্রীলঙ্কার ব্যাটারদের ঘুম কেড়ে নিতে পারেন তিনি।

মহম্মদ শামি: ভারতীয় দলের লাল বলের ক্রিকেটে প্রথম দুই পেসার অবশ্যই শামি এবং বুমরা। এ বারের টেস্টে দলে রয়েছেন দু’জনেই। শ্রীলঙ্কার ব্যাটারদের ঘুম কেড়ে নিতে পারেন তিনি।

১১ ১২
যশপ্রীত বুমরা: এই টেস্টে সহ-অধিনায়ক তিনি। নতুন দায়িত্ব পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন বুমরা?

যশপ্রীত বুমরা: এই টেস্টে সহ-অধিনায়ক তিনি। নতুন দায়িত্ব পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন বুমরা?

১২ ১২
মহম্মদ সিরাজ: তৃতীয় পেসার হিসাবে দলে জায়গা করে নিতে পারেন সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে মনে করা হচ্ছে নিজেদের সেরা শক্তি নিয়েই নামবে ভারত।

মহম্মদ সিরাজ: তৃতীয় পেসার হিসাবে দলে জায়গা করে নিতে পারেন সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে মনে করা হচ্ছে নিজেদের সেরা শক্তি নিয়েই নামবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE