দিল্লি দলের সতীর্থ শিবম শর্মাকে বিশেষ উপহার দিলেন বিরাট কোহলি। রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির জয়ের নায়ক শিবম। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ কোহলি ম্যাচের পর উপহার দেন। ১৩ বছর পর রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামেন কোহলি।
দিল্লি-রেলওয়েজ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন শিবম। তাঁর স্পিন সামলাতে পারেননি প্রতিপক্ষ দলের ব্যাটারেরা। ইনিংস এবং ১৯ রানে জয় ছিনিয়ে নেয় দিল্লি। যদিও শিবম ম্যাচের সেরা ক্রিকেটার হননি। দিল্লির অলরাউন্ডার সুমিত মাথুর ব্যাট হাতে ৮৬ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট নেন। তিনিই ম্যাচে সেরা। তবে শিবমের বোলিং নজর কেড়েছে কোহলির। ম্যাচের পর তাই তিনি উপহার দেন তরুণ সতীর্থকে। কোহলির কাছ থেকে উপহার পাওয়ার কথা জানিয়েছেন দিল্লির স্পিনার নিজেই।
ম্যাচের বলটিতে সই করে শিবমকে দেন কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে ছবি দিয়ে সমাজমাধ্যমে শিবম লিখেছেন, ‘‘পাঁচ উইকেট পেলে সব সময়ই ভাল লাগে। বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটার ম্যাচের বলে সই করে আমাকে দিয়েছেন। তাই এই পাঁচ উইকেট আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ঈশ্বর সব সময় দয়াময়।’’
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের পরামর্শে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। যদিও রেলওয়েজের বিরুদ্ধে রান পাননি। ১৫ বলে ৬ রান করে বোল্ড হয়ে যান হিমাংশু সাঙ্গওয়ানের বলে। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলবেন কোহলি। এই সিরিজ় মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি।