কোহলীরাই সেরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ছবি পিটিআই
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের বিরুদ্ধে টেস্টে এটিই সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৫ সালে নাগপুর টেস্টে ৭৯ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
মুম্বইয়ে দ্বিতীয় দিনে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে নজির গড়েছেন অজাজ পটেল। শনিবার ভারতকে দ্রুত শেষ করে দিয়েও ব্যাট করতে নেমে সামলাতে পারল না নিউজিল্যান্ড। প্রথমে মহম্মদ সিরাজ (৩/১৯) এবং পরে রবিচন্দ্রন অশ্বিনের (৪/৮) বোলিংয়ের সামনে ৬২ রানেই শেষ হয়ে গেল তারা। ২টি উইকেট নেন অক্ষর পটেল।
Henry Nicholls is bowled for 7 runs.@ashwinravi99 picks up his first.
— BCCI (@BCCI) December 4, 2021
Live - https://t.co/KYV5Z1jAEM #INDvNZ @Paytm pic.twitter.com/HDOf8Klz5Y
নিউজিল্যান্ডের ক্ষেত্রে, এটি টেস্টে তাদের ষষ্ঠ সর্বনিম্ন রান। টেস্টের ইতিহাসে সর্বনিম্ন রান তাদেরই। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে শেষ হয়ে গিয়েছিল তারা। টেস্টে সর্বনিম্ন রানের তালিকায় নিউজিল্যান্ডের ৬২ রান রয়েছে ৪৮ নম্বরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy