বাংলায় দোল, উত্তরপ্রদেশে হোলি। মথুরার সাজে টাকার অভাব হবে না, হোলি উৎসব উদ্বোধন করে আশ্বাস যোগীর।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৯:১৯
Share:Save:
রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র ব্রজভূম যা মথুরা-বৃন্দাবন নামে পরিচিত। প্রায় ৪০ দিন ধরে চলে হোলির উৎসব। বসন্ত পঞ্চমী থেকে শুরু। হিন্দু তিথি অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয়। দোলের আগের দিনটি ন্যাড়া পোড়া বা হোলিকা দহন।