এক বছরের বেশি সময় পর ভারতীয় দলে ফিরলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি মহম্মদ শামি। তৃতীয় ম্যাচে সুযোগ পেলেও চতুর্থ ম্যাচে আবার প্রথম একাদশের বাইরে বাংলার জোরে বোলার। তবে সিরিজ়ের শেষ ম্যাচে তাঁর খেলা প্রায় নিশ্চিত। শনিবারই তা জানিয়ে দিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।
শুক্রবার পুণেতে সিরিজ় জিতে নিয়েছে ভারতীয় দল। তাই রবিবার মুম্বইয়ের ম্যাচ ভারতীয় শিবিরের কাছে অনেকটাই নিয়মরক্ষার। পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন কোচ গৌতম গম্ভীর। কয়েক জনকে বিশ্রাম দেওয়ার সুযোগও রয়েছে। তা ছাড়া বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে চাইছেন গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাঁদের তরতাজা রাখতে চান।
রবিবারের ম্যাচে শামির খেলার সম্ভাবনা নিয়ে মর্কেল বলেছেন, ‘‘শামি বেশ ভাল বল করছে। অনুশীলনে ওকে দেখে ভাল লাগছে। আবার ব্যাটও করছে আগ্রাসী ভাবে। দারুণ ভাবে ফিরে এসেছে। পরের ম্যাচে শামি আবার খেলার সুযোগ পাবে। দেখা যাক কেমন পারফর্ম করে। ওর ফিরে আসাটাই সবচেয়ে আনন্দের। ওর অভিজ্ঞতা, পরামর্শ আমাদের তরুণ বোলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
এত দিন পর ফেরা শামিকে কেন নিয়মিত খেলার সুযোগ দেওয়া হচ্ছে না? মর্কেল জানিয়েছেন, শামিকে তাঁরা শুধু এক জন বোলার হিসাবে দেখেন না। মাঠে কেমন পারফর্ম করল, শুধু সেটা শামির ক্ষেত্রে মাপকাঠি হতে পারে না। দলের প্রস্তুতির ক্ষেত্রেও শামির উপস্থিতি গুরুত্বপূর্ণ। অনুশীলনের সময় তাঁর পরামর্শে উপকৃত হন তরুণ বোলারেরা। মর্কেল জানিয়েছেন, তৃতীয় ম্যাচে শামির পারফরম্যান্সে তাঁরা হতাশ নন।
আরও পড়ুন:
গত নভেম্বরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন শামি। কিন্তু তাঁর বাঁ পায়ের হাঁটু ফুলে যাওয়ায় আবার যেতে হয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় যেতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের ভারতীয় দলে থেকেও না খেলায় শামির ফিটনেস নিয়ে জল্পনা তৈরি হয়। যার উত্তর আগেই দেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক।