Advertisement
১৮ সেপ্টেম্বর ২০২৪
Jay Shah

১৬ ভোটের মধ্যে ১৫টি পেয়ে আইসিসির শীর্ষে জয় শাহ, সমর্থন করেনি একটিই দেশ

৩৫ বছরের জয় আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখন আইসিসির সদস্য সংখ্যা ১৬। মনোনয়ন জমা দেওয়ার পর্বে জয়কে সমর্থন করেছিলেন ১৫ জন সদস্য।

picture of Jay Shah

জয় শাহ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ২১:৫৬
Share: Save:

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন পাননি।

৩৫ বছরের জয় আইসিসির কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখন আইসিসির সদস্য সংখ্যা ১৬। মনোনয়ন জমা দেওয়ার পর্বে জয়কে সমর্থন করেছিলেন ১৫ জন সদস্য। শুধু পিসিবির সমর্থন পাননি বিসিসিআই সচিব। জয় শুরুতেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছিলেন। পরে অন্য সদস্য দেশগুলির সমর্থন পেতেও সমস্যা হয়নি তাঁর। সব দেখে শুনে পিসিবি জয়ের বিরোধিতার রাস্তায় হাঁটেনি।

আইসিসি সূত্রে খবর, একা হয়ে যাওয়া পিসিবি যেমন জয়কে সমর্থন করেনি, তেমন সরাসরি বিরোধিতাও করেনি। তাদের মৌনতা সম্মতির লক্ষণ হিসাবে ধরে নেওয়া হয়েছে। আইসিসির এক কর্তা বলেছেন, ‘‘পিসিবি কোনও মন্তব্য করেনি। ওদের মতামত খুব একটা গুরুত্বপূর্ণও ছিল না। কারণ বাকি সব সদস্যই জয় শাহকে সমর্থন করেছেন। পিসিবি এই ক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করেছে। কোনও মতামত দেয়নি।’’

পিসিবি কোনও মতামত না দেওয়ায় জয়ের পরবর্তী চেয়ারম্যান হওয়ার ব্যাপারে তাদের আপত্তি নেই বলেই ধরে নিয়েছেন আইসিসি কর্তারা। বাকি সব সদস্যের সমর্থন জয় মনোনয়ন পর্বেই পেয়ে গিয়েছিলেন। সেই হিসাবেই তাঁকে সর্বসম্মত ভাবে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jay Shah BCCI ICC PCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE