লিগ শিল্ডের পর আইএসএল কাপও জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়েছেন শুভাশিস বসুরা। দলের কর্ণধার নিজে পদক তুলে দিয়েছেন ফুটবলারদের হাতে। সবুজ-মেরুন শিবিরের জয়ের রেশ পৌঁছেছে লখনউয়েও। আইএসএল কাপ জয়ের জন্য মোহনবাগান ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ এবং বোলার আকাশ দীপ।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের পর লখনউয়ের ক্রিকেটারেরা চোখ রেখেছিলেন মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচের দিকে। মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর সমাজমাধ্যমে অভিনন্দন জানিয়ে পন্থ বলেছেন, ‘‘আইএসএল কাপে দুর্দান্ত জয়ের জন্য মোহনবাগান এবং সঞ্জীব স্যরকে অভিননন্দন।’’ বাংলার জোরে বোলার আকাশ বলেছেন, ‘‘আইএসএল কাপ জয়ের জন্য মোহনবাগান সুপার জায়ান্টকে অভিনন্দন।’’ উল্লেখ্য, সবুজ-মেরুনের হয়ে কলকাতায় ক্লাব ক্রিকেট খেলেছেন ভারতীয় দলের বোলার।
আরও পড়ুন:
শনিবার কলকাতার শিল্পপতির দুই দলই মাঠে নেমেছিল। আইপিএলে গুজরাতকে হারিয়েছে লখনউ। আইএসএলে জয় পেয়েছে মোহনবাগান। গত ৭ এপ্রিল গোয়েন্কার সঙ্গে মোহনবাগান-জামশেদপুর ম্যাচ দেখতে যুবভারতীতে গিয়েছিলেন পন্থ। আবার পরের দিন মোহনবাগান ফুটবলারেরা ইডেনে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স-লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দেখতে।