Advertisement
৩০ অক্টোবর ২০২৪
MS Dhoni

এখন বিশ্বের সেরা বোলার কে? বেছে নিলেন ধোনি

এখন বিশ্বের সেরা ব্যাটার এবং বোলার কে? প্রশ্ন করা হয়েছিল ধোনিকে। সেরা ব্যাটারের নাম বলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে সেরা বোলার হিসাবে ভারতের এক ক্রিকেটারের নাম বলেছেন মাহি।

picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ২৩:০১
Share: Save:

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সাধারণত তুলনা করেন না মহেন্দ্র সিংহ ধোনি। ভারসাম্য রক্ষা করে চলেন প্রাক্তন অধিনায়ক। কাউকে যেমন অতিরিক্ত প্রশংসা ভরিয়ে দেন না, তেমনই কারও সমালোচনাও করেন না। সেই ধোনির মুখে শোনা গেল তাঁর প্রিয় বোলারের নাম।

একটি বিজ্ঞাপনের অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা বলার সময় নিজের প্রিয় বোলারের নাম বলেছেন ধোনি। ক্রিকেটজীবনে দেশের এবং বিদেশের বহু বোলারের বল সামলেছেন। ব্যাটার হিসাবে খেলার যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই উইকেটরক্ষক হিসাবেও বিভিন্ন বোলারকে দেখেছেন। নিজের অভিজ্ঞতা থেকে সেরা বোলার হিসাবে তিনি বেছে নিয়েছেন যশপ্রীত বুমরাকে। ভারতের জোরে বোলারকেই এখন বিশ্বের সেরা বোলার মনে করেন তিনি।

ধোনি বলেছেন, ‘‘ভারতের এখনকার বোলারদের মধ্যে পছন্দ বেছে নেওয়া সহজ। বুমরা এই কাজটা সহজ করে দিয়েছে। তবে এক জন ব্যাটারকে বেছে নেওয়া কঠিন। আমাদের বেশ কিছু দুর্দান্ত ব্যাটার রয়েছে। তার মানে আমাদের অন্য বোলারেরা ভাল নয় এমন নয়। ব্যাটার বেছে নেওয়া কঠিন। কারণ কোনও এক জনকে খেলতে দেখলে মনে হয় সেই সেরা ব্যাটার। আবার পরে অন্য এক জনকে ব্যাট করতে দেখলেও দুর্দান্ত মনে হয়। ভারতীয় দল ভাল ফল করার আগে সেরা ব্যাটার বেছে নেওয়ার পক্ষে নই। আমি চাই ওরা দলের জন্য সব সময় প্রচুর রান করুক। তবে প্রিয় বোলার বেছে নেওয়া সহজ।’’

সব ধরনের ক্রিকেটে ধারাবাহিকতা এবং কার্যকারিতার জন্যই সেরা বোলার হিসাবে বেছে নিয়েছেন ধোনি। ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়কের মতে, বুমরা বিশ্বের সব পিচে সমান সফল। বুমরার হয়ে কথা বলে তাঁর সাফল্যেই।

অন্য বিষয়গুলি:

MS Dhoni Jasprit Bumrah Bowler
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE