গুরুতর অসুস্থ তামিম ইকবাল। সোমবার সকালে খেলা চলাকালীন দু’বার হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। মাঠ থেকে তড়িঘড়ি একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এই খবর জানিয়েছে।
রিপোর্টে জানানো হয়েছে, সাভারের বিকেএসপি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম। মহমেডান স্পোর্টিংয়ের অধিনায়ক তিনি। শাইনপুকুরের বিরুদ্ধে টস করতেও নেমেছিলেন মাঠে। তার পরেই বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রাথমিক ভাবে মাঠেই চিকিৎসা করা হয় তাঁর। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তার পরেই তামিমকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তামিমকে বিকেএসপি মাঠের পাশেই একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রয়োজনে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হতে পারে। মাঠে হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, দু’বার হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তামিম। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
হাসপাতালে রয়েছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি জানিয়েছেন, তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়েছে। তাঁর হৃদ্যন্ত্রে ব্লক পাওয়া গিয়েছে। চিকিৎসকেরা সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী চিকিৎসা কী করা হবে।
আরও পড়ুন:
মহমেডানের কর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, তাঁরা প্রথমে তামিমকে ঢাকা নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন। সেই কারণেই হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল। তবে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থা তামিমের ছিল না। তাই তাঁকে পাশের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তামিমের স্ত্রী, দাদা-সহ পরিবারের বাকিরা হাসপাতালে গিয়েছেন।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সভা ছিল। দুপুর ১২টায় সেই সভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর সেই সভা স্থগিত করা হয়। বোর্ডের কর্তারা তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন বলে খবর।