আইপিএলের মঞ্চে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরভজন সিংহ। ধারাভাষ্য দেওয়ার সময় রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জফ্রা আর্চারের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্য ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। শুরু হয়েছে বিতর্ক। অনেকেই দাবি করেছেন, হরভজনকে ক্ষমা চাইতে হবে।
বর্ণবিদ্বেষী মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি দিতে পারে হরভজনকে। আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়তে পারেন তিনি। ইতিমধ্যেই এই তালিকা থেকে বাদ পড়েছেন ইরফান পাঠান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ধারাভাষ্য দেওয়ার সময় ব্যক্তিগত রাগ থেকে ক্রিকেটারদের নিশানা করেন তিনি। সেই তালিকায় এ বার পড়তে পারেন ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার হরভজনও।
ঠিক কী হয়েছিল?
ঘটনাটি ঘটেছে রবিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে ২৮৬ রান করে হায়দরাবাদ। রাজস্থানের প্রায় প্রত্যেক বোলার রান দেন। তবে সবচেয়ে বেশি রান দিয়েছেন আর্চার। চার ওভাবে ৭৬ রান দিয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
আর্চার যখন বল করছিলেন তখন ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন। আর্চারকে মার খেতে দেখে তিনি বলেন, “লন্ডনে কালো ট্যাক্সির মিটার যেমন চড়চড় করে বাড়ে, তেমনই এখানে আর্চারের মিটার চড়চড় করে বাড়ছে।” হরভজনের ‘কালো ট্যাক্সি’ মন্তব্য নিয়ে আপত্তি। ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ক্রিকেটার আর্চারকে ব্যঙ্গ করে তিনি এই উদাহরণ দিয়েছেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
খেলাধুলোয় এখন বর্ণবিদ্বেষ খুব বড় অপরাধ। ক্রিকেট হোক বা ফুটবল, কারও বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়। কোনও প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আয়োজকেরা স্পষ্ট বার্তা পাঠান, কোনও ভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য বরদাস্ত করা হবে না। এখনও এই বিতর্ক নিয়ে হরভজন মুখ খোলেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডও কিছু জানায়নি। তবে যদি রাজস্থান কোনও অভিযোগ করে বা বিতর্ক বাড়তে থাকে, সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড হরভজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ধারাভাষ্যকারদের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হতে পারে।
হরভজনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ নতুন নয়। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে হরভজনের বিরুদ্ধে। অভিযোগ, হরভজন তাঁকে ‘মাঙ্কি’ বা বাঁদর বলেছিলেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন হরভজন। তার পরেও তাঁকে শাস্তি পেতে হয়েছিল। নির্বাসিত করা হয়েছিল হরভজনকে। এই ঘটনা ‘মাঙ্কিগেট’ নামে পরিচিত। আইপিএলে প্রতিপক্ষ ক্রিকেটার এস শ্রীসন্থকে মাঠেই চড় মেরেছিলেন হরভজন। সেই ঘটনা নিয়েও বিতর্ক হয়েছিল। আরও এক বার বিতর্কে জড়ালেন হরভজন। এখন দেখার এই বিতর্কের জল কত দূর গড়ায়।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ