অঙ্কুশ হাজরার কি বৃহস্পতি তুঙ্গে? নিজে প্রযোজনা করছেন ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবি। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর জবরদস্ত খলনায়ক তিনি। ১১ এপ্রিল মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’। তাতেও রয়েছেন তিনি। শুধু থাকা নয়, সম্ভবত তিনি ছবির নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে রোম্যান্টিক ভূমিকায় অভিনয়ও করছেন। তেমনই ছবি প্রথম প্রকাশ্যে আনছে আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ইতিমধ্যেই ছবির টি়জ়ার, গান প্রকাশ্যে। যা দেখে আন্দাজ, ছবিতে কৌশানীর বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। সম্ভবত ‘প্রাক্তন’ হিসেবে। তা হলে অঙ্কুশ কী ভাবে থাকছেন? আনন্দবাজার ডট কম প্রশ্ন রাখতে অঙ্কুশের জবাব, “একটি গানের দৃশ্যে কৌশানীর সঙ্গে আমায় দেখা যাবে। সৃজিতদার অনুরোধে অতিথি চরিত্রে অভিনয় করেছি।” গান দিয়েই ‘রক্তবীজ’-এ পা রেখেছিলেন অভিনেতা। তাঁর আবদারে ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘রক্তবীজ ২’ বানাচ্ছেন বলে খবর। সেখানে অঙ্কুশ খলনায়ক। এ ভাবেই কি সৃজিতের পরের ‘সোসাইটি’তেও অঙ্কুশ জায়গা পাকা করে ফেললেন? দরাজ হেসে অভিনেতা জানালেন, সে রকম কিছুই নয়।

‘কিলবিল সোসাইটি’র অতিথি অনন্যা চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, শ্রুতি দাস, অঙ্গনা রায়। ছবি: সংগৃহীত।
একা অঙ্কুশ নন, ছবিতে সৃজিতের অনুরোধে অতিথি চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, শ্রুতি দাস, অঙ্গনা রায়, সোমক ঘোষ, নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়ও। ঠিক ‘হেমলক সোসাইটি’তে যেমন দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, বরুণ চন্দ, সব্যসাচী চক্রবর্তী, সোহাগ সেন, ব্রাত্য বসু, রাজ চক্রবর্তী, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রিয়াঙ্কা সরকারকে। প্রসঙ্গত, অনন্যা, রোশনি, শ্রুতি সৃজিতের পরিচালনায় আগেও কাজ করেছেন। তাঁদের দেখা গিয়েছে যথাক্রমে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘অতি উত্তম’, ‘এক্স=প্রেম’ ছবিতে।