প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রান করতে পারেননি কুইন্টন ডি’কক। গুয়াহাটিতে সেই আফসোস রাখলেন না। ৯৭ রানে অপরাজিত রইলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার জানালেন ১০ দিনের প্রস্তুতির ফসল পাচ্ছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কুইন্টন ডি’কক। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলেন তিনি। ডি’কক বলেন, “সুযোগ কাজে লাগাতে পেরে ভাল লাগছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না বলে তৈরি হতে অসুবিধা হচ্ছে এমন নয়। তিন মাস ছুটিতে ছিলাম। ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম মরসুম শুরুর আগে। সেটাই কাজে লেগেছে। সবে দ্বিতীয় ম্যাচ খেলেছি। দেখে শুনে এগোতে চাইছি।”
গুয়াহাটিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। পরে ব্যাট করার সুযোগ পেয়ে লাভ হয়েছে বলে মনে করেন ডি’কক। তিনি বলেন, “আমাদের ভাগ্য ভাল পরে ব্যাট করার সুযোগ পেয়েছি। উইকেটটা দেখার সময় পেয়ে গিয়েছিলাম। বল কেমন ভাবে ব্যাটে আসছে সেটা দেখে নিয়েছিলাম আমরা। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। আইপিএল মানেই ছক্কার খেলা। কিন্তু আমার জন্য সেটা নয়। আমি শুধু নিজের মতো খেলে ম্যাচ জেতাতে চাই।”
গত বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ডি’কক। এ বারে তাঁকে কিনে নেয় কলকাতা। ডি’কক বলেন, “নতুন মানুষের সঙ্গে আলাপ করতে ভাল লাগে। নতুন পরিবেশ ভাল লাগে। কখনও কোনও দলে মিশতে সময় লাগে। কিন্তু কেকেআরে সকলে আমাকে খুব আপন করে নিয়েছে। সেটা ভাল লাগছে।”
আইপিএলের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেলেন অজিঙ্ক রাহানেরা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান তুলেছিলেন রিয়ান পরাগেরা। জবাবে কেকেআর করল ২ উইকেটে ১৫৩। জয় এল ১৫ বল বাকি থাকতেই।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ