প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রান করতে পারেননি কুইন্টন ডি’কক। গুয়াহাটিতে সেই আফসোস রাখলেন না। ৯৭ রানে অপরাজিত রইলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার জানালেন ১০ দিনের প্রস্তুতির ফসল পাচ্ছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কুইন্টন ডি’কক। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলেন তিনি। ডি’কক বলেন, “সুযোগ কাজে লাগাতে পেরে ভাল লাগছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না বলে তৈরি হতে অসুবিধা হচ্ছে এমন নয়। তিন মাস ছুটিতে ছিলাম। ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম মরসুম শুরুর আগে। সেটাই কাজে লেগেছে। সবে দ্বিতীয় ম্যাচ খেলেছি। দেখে শুনে এগোতে চাইছি।”
গুয়াহাটিতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। পরে ব্যাট করার সুযোগ পেয়ে লাভ হয়েছে বলে মনে করেন ডি’কক। তিনি বলেন, “আমাদের ভাগ্য ভাল পরে ব্যাট করার সুযোগ পেয়েছি। উইকেটটা দেখার সময় পেয়ে গিয়েছিলাম। বল কেমন ভাবে ব্যাটে আসছে সেটা দেখে নিয়েছিলাম আমরা। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। আইপিএল মানেই ছক্কার খেলা। কিন্তু আমার জন্য সেটা নয়। আমি শুধু নিজের মতো খেলে ম্যাচ জেতাতে চাই।”
গত বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ডি’কক। এ বারে তাঁকে কিনে নেয় কলকাতা। ডি’কক বলেন, “নতুন মানুষের সঙ্গে আলাপ করতে ভাল লাগে। নতুন পরিবেশ ভাল লাগে। কখনও কোনও দলে মিশতে সময় লাগে। কিন্তু কেকেআরে সকলে আমাকে খুব আপন করে নিয়েছে। সেটা ভাল লাগছে।”
আইপিএলের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেলেন অজিঙ্ক রাহানেরা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান তুলেছিলেন রিয়ান পরাগেরা। জবাবে কেকেআর করল ২ উইকেটে ১৫৩। জয় এল ১৫ বল বাকি থাকতেই।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১০:৩৮
হার্দিকের সঙ্গে ঝামেলা, গুজরাত-মুম্বই ম্যাচে প্রাক্তন সতীর্থকে কটূক্তি ভারতীয় অলরাউন্ডারের -
২৩:৩৪
দ্বিতীয় ম্যাচেও হার পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের, ৩৬ রানে জিতে খাতা খুলল শুভমনের গুজরাত -
২১:২৭
ভাল শুরু করেও মুম্বইয়ের বিরুদ্ধে ২০০ পেরোতে পারল না গুজরাত, হার্দিকদের লক্ষ্য ১৯৭ -
২০:২৩
ইডেনের মতোই বাড়ছে চেন্নাইয়ের পিচ বিতর্ক, ধোনিদের কোচের মন্তব্য উড়িয়ে দিলেন পুজারা -
১৮:২৭
সল্টকে বিশেষ দায়িত্ব বেঙ্গালুরু কর্তৃপক্ষের, চেন্নাইকে হারিয়ে দলের পরিকল্পনা ফাঁস ইংরেজ ক্রিকেটারের