Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Pervez Musharraf Death

লাহোরে মাহি-মুশারফ কথা হয়েছিল, ধোনির লম্বা চুল দেখে অনেক কথাই বলেছিলেন পারভেজ

ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ককে রাজনীতির জটিলতার বাইরে রাখতে পছন্দ করতেন মুশারফ। দিল্লিতে এসেও দু’দেশের খেলা দেখেছিলেন। ক্ষমতায় থাকার সময় সুসম্পর্ক বজায় রাখতেন ক্রিকেটারদের সঙ্গে।

picture of MS Dhoni And Parvez Musharraf

ধোনির লম্বা চুল পছন্দ করতেন মুশারফ। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৬
Share: Save:

ক্রিকেট ভক্ত ছিলেন পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশাতে পছন্দ করতেন না তিনি। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন ক্ষমতায় থাকার সময়। তাঁকে মুগ্ধ করেছিল মহেন্দ্র সিংহ ধোনির চুলের স্টাইল।

২০০৬ সালে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় ক্ষমতায় ছিলেন মুশারফ। সে বছর ১৩ ফেব্রুয়ারি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন মুশারফ। খেলা শেষ হওয়ার পর পুরস্কার দিতে এসে ধোনির চুলের প্রশংসা করেন তৎকালীন পাক প্রেসিডেন্ট। মুশারফ বলেছিলেন, ‘‘আমি একটা পোস্টার দেখেছি। সেখানে তোমার চুল কাটিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। যদি আমার পরামর্শ নাও তা হলে বলব, তুমি চুল কাটিয়ে ফেলো না। এই রকম চুলে তোমাকে বেশ ভাল দেখতে লাগে।’’ ধোনির আগ্রাসী ব্যাটিংয়েরও প্রশংসা করেছিলেন মুশারফ।

আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির তখন বয়স মাত্র এক। সে সময় ঘাড় পর্যন্ত লম্বা চুল ছিল ধোনির। সেই চুলের জন্য বেশ জনপ্রিয়ও ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর চুলের ভক্ত তালিকায় অসংখ্য ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ছিলেন মুশারফও। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ককে রাজনীতির জটিলতার বাইরে রাখতে পছন্দ করতেন মুশারফ। দু’দেশের ক্রিকেট ম্যাচ দেখতে ২০০৫ সালের মার্চ মাসে দিল্লিতেও এসেছিলেন কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে।

picture of MS Dhoni And Parvez Musharraf

লাহোরের সেই ম্যাচে ধোনির সঙ্গে মুশারফ। ফাইল ছবি।

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের কথা শুনে হেসে সৌজন্যের সম্মতি দিয়েছিলেন ধোনিও। সেই ম্যাচে মুশারফের প্রশংসার আগে ধোনির আগ্রাসী মেজাজ দেখেছিল পাকিস্তান। মুশারফের সামনেই পাক বোলারদের বল বার বার মাঠের বাইরে পাঠিয়ে ছিলেন ধোনি। ১৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে করেছিলেন ৭২ রান। লাহোরের ২২ গজে সে দিন ধোনির স্ট্রাইক রেট ছিল ১৫৬.৫২। ভাল খেলেছিলেন যুবরাজ সিংহও। তিনি করেছিলেন ৮৭ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস। ১৪ বল বাকি থাকতেই পাকিস্তানের দেওয়া ২৯০ রানের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল।

অন্য বিষয়গুলি:

Pervez Musharraf Death MS Dhoni India Pakistan Cricket Hair Cut
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy