ডাগ আউটে বসে ঘুমিয়েই পড়লেন চেন্নাই সুপার কিংসের এক ক্রিকেটার। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড়েরা যখন লড়াই করছিলেন, সে সময়ই নিশ্চিন্তে দু’চোখ বন্ধ করে ফেলেন বংশ বেদী। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি।
অক্ষর পটেলদের বিরুদ্ধে তখন বেশ চাপে চেন্নাই। ২০ রানে ২ উইকেট চলে গিয়েছে। ২২ গজে রুতুরাজের সঙ্গে বিজয় শঙ্কর। চেন্নাইয়ের ইনিংসের পঞ্চম ওভার। শুরুর চাপ কাটিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে মিডল অর্ডার। পাওয়ার প্লের কয়েকটা বল বাকি। দ্রুত রান তোলার সুযোগ রয়েছে। এমন সময় আইপিএলের দলগুলির ডাগ আউটে বেশ উত্তেজনা দেখা যায়। অথচ শনিবার চেন্নাই-দিল্লি ম্যাচে দেখা গেল বিপরীত ছবি।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
টেলিভিশনের ক্যামেরা চেন্নাইয়ের ডাগ আউটের দিকে ছবি তুলে ধরতেই দেখা গেল, চেয়ারে বসে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন বংশ। তাঁর পাশের চেয়ারে তখন কিছুটা উদ্বিগ্ন মুখে বসে রবীন্দ্র জাডেজা। টেলিভিশনের পর্দায় বংশের ঘুমোনোর দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমীদের অনেকে মজা পেয়েছেন। খেলা চলার সময় এ ভাবে ঘুমিয়ে পড়ায় কেউ কেউ মৃদু সমালোচনাও করেছেন। তবে বংশের ঘুমিয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে দ্রুত।
এ বারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখনও একটিও ম্যাচ খেলেননি বংশ। শনিবারও মাঠে নামার সম্ভাবনা ছিল না তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের। দিল্লি প্রিমিয়ার লিগে আগ্রাসী ব্যাটিং করে নজর কেড়েছিলেন বংশ। স্পিন বল খেলায় বেশ দক্ষ তরুণ ক্রিকেটার।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১১:০২
লজ্জা ধোনির দলের, চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে নজির কলকাতার -
১০:০৬
ছ’টির মধ্যে পাঁচটিতে হার, কলকাতার কাছে উড়ে গিয়েও আইপিএলের প্লে-অফে ওঠার কথা ভাবছে চেন্নাই! -
২৩:১০
তিন ‘গুপ্তচর’-এর সাহায্যে ধোনিদের হারিয়েছে কলকাতা, ফাঁস করে দিলেন রাহানে -
২৩:০১
ঘুরে দাঁড়ানোর দাওয়াই খুঁজে যাচ্ছে চেন্নাই, কলকাতার কাছে উড়ে গিয়ে ধোনি বললেন, কাউকে নকল করতে যাব না! -
২২:২৬
ধোনি কেন ৯ নম্বরে? নেতৃত্ব নিয়েও প্রশ্ন, পরিকল্পনাহীন চেন্নাইয়ের কঙ্কালসার দশা! ১১ ওভারেই ম্যাচ জিতল কলকাতা