শিক্ষক নিয়োগ করা হবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। সম্প্রতি এই মর্মে কলেজের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কলেজের একটি বিভাগের জন্য এই নিয়োগ। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন করতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
কলেজের ডেটা সায়েন্স বিভাগে নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। রয়েছে দু’টি শূন্যপদ। নিযুক্তদের পারিশ্রমিকের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে নেট/ সেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতা বা পিএইচডি। আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৭ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। সঙ্গে আবেদনমূল্য বাবদ ২০০০ টাকার ডিমান্ড ড্রাফটও পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৫ মে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।