চিপকে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেকেআর। সেই সঙ্গে একটি নজিরও গড়েছে তারা। কী নজির গড়ল কলকাতা?
আইপিএলে ১০০ রানের উপর তাড়া করতে নেমে সবচেয়ে কম বল খেলে জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে কেকেআর। মাত্র ৬১ বল খেলে ম্যাচ জিতে নেয় তারা। ১০০ রানের বেশি তাড়া করতে নেমে সবচেয়ে কম বল খেলে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। দু’টি দলই ম্যাচ জিতেছিল ৫৮ বলে। ২০১৫ সালে কলকাতার বিরুদ্ধে বেঙ্গালুরু ১১২ রান তাড়া করেছিল ৫৮ বলে। ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৬৬ রানের লক্ষ্য ৫৮ বলে পার করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তার পরেই রয়েছে কলকাতার এই জয়।

আরও পড়ুন:
চেন্নাইয়ের এটাই সবচেয়ে বেশি বল বাকি থাকতে হার। এর আগে আইপিএলে এত বল বাকি থাকতে কখনও হারেনি চেন্নাই। সেই সঙ্গে আইপিএলে টানা পাঁচটি ম্যাচে এই প্রথম হারল তারা। চিপকের মাঠে টানা তিনটি ম্যাচে হারের লজ্জাও প্রথম বার। আইপিএলের শুরুটা জয় দিয়ে করলেও, তা ধরে রাখতে পারেনি চেন্নাই।
ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই মাত্র ১০৩ রানে শেষ হয়ে যায়। যদিও পুরো ২০ ওভার ব্যাট করেছে তারা। কলকাতার হয়ে তিনটি উইকেট নেন সুনীল নারাইন। দু’টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন বৈভব অরোরা এবং মইন আলি। চেন্নাইয়ের ১০৪ রানের লক্ষ্য ৬১ বলে তুলে নেয় কলকাতা। ব্যাট হাতে নারাইন ৪৪ রান করেন।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ