গত বার থেকেই ব্যাটিং অর্ডারে নিজেকে নীচে নামিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। সাত বা আট নম্বরেই বেশির ভাগ ম্যাচে দেখা গিয়েছে তাঁকে। এ বার তো ন’নম্বরেও নেমেছেন তিনি। যে তিনটি ম্যাচ চেন্নাই খেলেছে, সেখানে ধোনির ব্যাটিং অর্ডার সাত থেকে নয়ের মধ্যে রয়েছে। কেন এত নীচে ব্যাট করতে নামছেন ধোনি? তার নেপথ্য কারণ জানালেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।
রাজস্থান রয়্যালসের কাছে হারের পর সাংবাদিক বৈঠকে ফ্লেমিং জানিয়েছেন, হাঁটুর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন ধোনি নিজেই। ফ্লেমিং বলেন, “ধোনি নিজের শরীর ভাল ভাবে বোঝে। ওর হাঁটু আর আগের মতো নেই। ওকে হয়তো দেখলে বোঝা যাবে না, কিন্তু ওকে হাঁটুর খেয়াল রাখতে হয়। ১০ ওভার ব্যাট করার ক্ষমতা ধোনির নেই। কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি দৌড়ে রান নেওয়াও রয়েছে। তাই একটা ভারসাম্য বজায় রাখতে হবে। এটা ভুললে চলবে না যে ধোনিকে ২০ ওভার উইকেটের পিছনেও থাকতে হয়।”
আরও পড়ুন:
ধোনি কত ওভার ব্যাট করবেন তা পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ফ্লেমিং। তিনি বলেন, “যদি কোনও ম্যাচে আমরা ভাল জায়গায় থাকি, সে ক্ষেত্রে ধোনি চেষ্টা করে যতটা সম্ভব পরে নামতে। যদি কোনও ম্যাচে দল কঠিন পরিস্থিতিতে থাকে, তখন ও একটু আগে নামে। কিন্তু কখনওই ১০ ওভার নয়। ১৩-১৪ ওভারের পর ধোনি নামবে। ওকে আমাদের দরকার। ওর নেতৃত্ব আমাদের দরকার।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এ বারের আইপিএলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই। সেই ম্যাচে ধোনি একেবারে শেষে নেমে দু’বল খেলেছিলেন। তত ক্ষণে জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ন’নম্বরে নামেন ধোনি। তখন চেন্নাইয়ের জয়ের আশা শেষ হয়ে গিয়েছে। সেই ম্যাচে ১৬ বলে ৩০ রান করেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে আবার চেন্নাইয়ের জয়ের সুযোগ ছিল। ধোনি সাত নম্বরে নেমে ১১ বলে ১৬ রান করেন। শেষ ওভারে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। ম্যাচ হারে চেন্নাই।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২২:২৬
ধোনি কেন ৯ নম্বরে? নেতৃত্ব নিয়েও প্রশ্ন, পরিকল্পনাহীন চেন্নাইয়ের কঙ্কালসার দশা! ১১ ওভারেই ম্যাচ জিতল কলকাতা -
২২:২৬
ধোনির নেতৃত্বে ফেরার দিনেই লজ্জার নজির চেন্নাইয়ের, কেকেআরের বিরুদ্ধে কী করল তারা? -
১৯:২৫
প্রতিপক্ষ শিবিরে দীর্ঘ দিনের সতীর্থ, দেখেই ‘বিশ্বাসঘাতক’ বললেন ধোনি! কী হল তার পর? -
১৯:০১
চেন্নাইয়ের মাঠে কলকাতার দাপট, ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ধোনিদের হারালেন রাহানেরা -
১৭:০৭
আইপিএলে পিচ-বিতর্ক বেড়েই চলেছে! কলকাতা, লখনউয়ের পর এ বার অভিযোগ কোহলিদের