কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যচের আগে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার সে সময় মাঠে এক প্রাক্তন সতীর্থকে দেখে ধোনি বলে ওঠেন ‘বিশ্বাসঘাতক’।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। দু’দলই চাপে রয়েছে। তার উপর চোটের জন্য এ বারের আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলিতে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন তিনি। সে সময় মাঠে ঢোকেন কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো। তাঁকে দেখে ধোনি বলে ওঠেন, ‘‘ওই বিশ্বাসঘাতক এসে গিয়েছে।’’
ধোনির কথা শুনে হেসে ফেলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার। জবাবে ব্র্যাভো বলেন, ‘‘জীবন সব সময় ভাল কিছু ঘটবে, তা নয়।’’ এর পর রবীন্দ্র জাডেজাকে জড়িয়ে ধরেন কেকেআরের মেন্টর। তার পর নেটের কাছে গিয়ে ধোনির সঙ্গে হাসিমুখে কুশল বিনিয়ম করেন ব্র্যাভো। দু’জনে খানিকটা খুনসুটিও করেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। ধোনির সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্র্যাভো। ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে চেন্নাইয়ের ক্রিকেটার হিসাবে আইপিএল জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অলরাউন্ডার। ২০২৩ সালে তিনি ছিলেন চেন্নাইয়ের চ্যাম্পিয়ন দলের বোলিং কোচ। সেই সূত্রে ধোনির সঙ্গে ব্র্যাভোর ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২১:১৭
কোহলির ৭০, পড়িক্কলের ৫০, ঘরের মাঠে রাজস্থানের সামনে ২০৬ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু -
১৭:৫৮
হারলেই পিচের দোষ! এ বার ঘরের মাঠের উইকেটকে দায়ী করল হায়দরাবাদও -
১৪:০৩
টানা চার ম্যাচ হার রাজস্থানের, উদ্বেগ বাড়ছে সঞ্জুকে নিয়েও, কবে মাঠে ফিরবেন অধিনায়ক? -
১১:২২
আট ম্যাচে ছয় হার, আইপিএলে হেড-অভিষেকরা থাকলেও আর চার-ছক্কার ব্যাটিং করবে না হায়দরাবাদ -
আবার নায়ক রোহিত, বিপর্যস্ত হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে আরও এগোল মুম্বই