কলকাতা নাইট রাইডার্স এ বার যেখানেই খেলতে নামছে সেখানেই বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে। সে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ হোক বা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কি খেলায় ব্যাঘাত ঘটাতে পারবে?
অ্যাকুওয়েদার জানিয়েছে, সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। অর্থাৎ, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। ৯ থেকে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস বইবে। আকাশ মেঘলা থাকলে আপেক্ষিক আর্দ্রতাও বাড়বে। সে ক্ষেত্রে ক্রিকেটারদের খেলতে সমস্যা হবে।
এ বারের আইপিএলে প্রায় প্রতিটি রাতের ম্যাচে দেখা গিয়েছে শিশিরের প্রভাব। ফলে দ্বিতীয় ইনিংসে যে দল বল করছে সেই দল সমস্যায় পড়ছে। বল ধরতে সমস্যা হচ্ছে বোলারদের। ওয়াংখেড়েতে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে শিশির পড়ার সম্ভাবনা বাড়বে। ফলে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন:
ওয়াংখেড়ের পিচ সাধারণত ব্যাটারদের সাহায্য করে। মাঠের আয়তন খুব বেশি না হওয়ায় বড় শট খেলতেও সুবিধা হয়। তাই এই মাঠে সাধারণত বড় রান ওঠে। আবার সেই রান তাড়াও হয়ে যায়। কলকাতা-মুম্বই ম্যাচেও সেটা দেখা যেতে পারে। পাশাপাশি বোলারেরা এই মাঠে অতিরিক্ত বাউন্স পেয়ে থাকেন। অর্থাৎ, ব্যাট ও বলের একটি লড়াই দেখা যাবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের রেকর্ড খুব খারাপ। এই মাঠে মাত্র দু’টি ম্যাচ জিতেছে তারা। এ বার অবশ্য কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে নিজেও মুম্বইয়ের ছেলে। তিনি এই মাঠকে হাতের তালুর মতো চেনেন। রাহানে জানেন, এই মাঠে জিততে গেলে কী পরিকল্পনা নিতে হবে। তাই এ বার লড়াইটা অন্য রকম হতে পারে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ