চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচেও বড় রান তুলতে ব্যর্থ বাংলাদেশ। সোমবার রাওয়ালপিন্ডিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাট করে ২৩৬/৯ রান তুলেছে তারা। নিউ জ়িল্যান্ড সেই রান তাড়া করে জিতলে ভারতের সঙ্গে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলবে। বিদায় নেবে পাকিস্তান এবং বাংলাদেশ।
এ দিন টসে হেরে আগে ব্যাটিং করতে হয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম খেলা। ২০২৩ সালের পর এখানে প্রথম বার খেলা হচ্ছে। অতীতে এই মাঠে রানের বন্যা দেখা গিয়েছে। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলি বাদে আর কারও ব্যাটে রান দেখা গেল না। মিডল অর্ডার আবার সমস্যায় ফেলল বাংলাদেশকে।
শুরুটা খারাপ করেননি নাজমুল এবং তানজিদ হাসান। পাঁচের উপর রান রেট ছিল তাদের। নবম ওভার তানজিদ (২৪) আউট হতেই রানের গতি কমতে থাকে। একটা দিক শান্ত ধরে রাখলেও উল্টো দিক থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
ব্যর্থ মেহেদি হাসান মিরাজ (১৩), তৌহিদ হৃদয় (৭), মুশফিকুর রহিম (২), মাহমুদুল্লাহ (৪)। দলের ধস থামান জাকের। শান্তর সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪৫ রান যোগ করেন। চাপ থাকায় শান্ত তাড়াহুড়ো করে শট খেলেননি। ধীরেসুস্থে খেলছিলেন। এক সময় মনে হচ্ছিল শতরান পাবেন বাংলাদেশের অধিনায়ক। তবে উইলিয়াম ও’রোর্কের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন মাইকেল ব্রেসওয়েলের হাতে।
আরও পড়ুন:
জাকের কিচুটা আগ্রাসী খেলার চেষ্টা করলেও অর্ধশতরান করতে পারেননি। লাথামের থ্রোয়ে রান আউট হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত ২৩৬/৯ স্কোরেই থামে বাংলাদেশ।