পাকিস্তানকে হারানোর পরে সবে সাজঘরে ফিরেছে ভারতীয় দল। চলছে জয়ের উৎসব। তার মাঝে ফিল্ডিং কোচ টি দিলীপের ডাকে হাজির হলেন এক বিশেষ অতিথি। পুরনো বন্ধুকে দেখে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা। সেই অতিথি সেরা ফিল্ডারের পুরস্কারও তুলে দিলেন।
তিনি আর কেউ নন, শিখর ধাওয়ান। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির দূত হিসাবে কাজ করছেন ধাওয়ান। ফিল্ডিং কোচ দিলীপের ডাকে হাজির হয়েছিলেন ভারতের সাজঘরে। ধাওয়ানের চালচলনে দেখা গিয়েছে সেই পুরনো দিনের ব্যক্তিত্ব। দেখে কোহলি হাসি চাপতে পারেননি।
পুরস্কার ঘোষণা করার আগে দিলীপ বলেন, “যে ভাবে আমরা ফিল্ডিং করেছি তা অসাধারণ। রাহুলের থেকে শুনলাম, বেশির ভাগ ফিল্ডারই নিখুঁত থ্রো করেছে। ভাল ফিল্ডিং হল ফর্মুলা ওয়ানের পিট ক্রু-দের মতো। কারণ কোনও দ্বিধা ছাড়াই সেকেন্ডের ভগ্নাংশে সিদ্ধান্ত নিতে হয়। আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুটো রান আউটই তার প্রমাণ।”
আরও পড়ুন:
এর পরে পদকের দাবিদার হিসাবে শ্রেয়স আয়ার, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেলের নাম ঘোষণা করেন দিলীপ। তবে পদক দেওয়ার আগে বলেন, “একজন বিশেষ খেলোয়াড় আমাদের সামনে এসে বিজয়ীর নাম ঘোষণা করবেন।” কোহলিরা তখন একে অপরকে জিজ্ঞাসা করছেন, “কে আসছে রে ভাই?” সবাই চমকে দিয়ে সাজঘরে আসেন ধাওয়ান। দু’হাত তুলে ঘরে ঢুকে আসার সময় তাঁর চালচলন দেখে হাসিতে ফেটে পড়েন কোহলিরা। ধাওয়ান পদক তুলে দেন অক্ষরের হাতে।