চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় প্রতিটি দলই ভুগছে চোট-আঘাতে। ব্যতিক্রমী নয় আফগানিস্তানও। সে দেশের তরুণ স্পিনার আল্লা গজনফর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন চোটের কারণে। পিঠে চোট পেয়েছেন তিনি। আফগানিস্তানের স্পিন বিভাগের জন্য যা বড় ধাক্কা। আইপিএলে গজনফরকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। আগেই ছিটকে গিয়েছেন আফগানিস্তানের আর এক স্পিনার মুজিব উর রহমান।
বাঁহাতি স্পিনার নানগিয়াল খারোটিকে দলে নেওয়া হয়েছে। ২০ বছরের স্পিনার এর আগে জাতীয় দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দলে ছিলেন।
আফগানিস্তানের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, শিরদাঁড়ায় চোট লেগেছে গজনফরের। সম্প্রতি জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি এই চোট পেয়েছেন। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে গজনফরকে। ফলে আইপিএলেও খেলা হবে না তাঁর। মুম্বই ইন্ডিয়ান্স নিলামে কিনেছিল এই স্পিনারকে। গজনফরের বদলে রিজ়ার্ভ দলে থাকা খারোটিকে মূল দলে নেওয়া হচ্ছে।
এখনও পর্যন্ত ১১টি এক দিনের ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন গজনফর। জ়িম্বাবোয়ে সফরের পর আইএলটি২০ লিগে এমআই এমিরেটসের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। তবে প্রত্যাশামতো খেলতে পারেননি। মাত্র ৭.১ ওভার বল করে একটি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন:
২৯ বছরের খারোটি আফগানিস্তানের হয়ে সাতটি এক দিনের ম্যাচ এবং ছ’টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৪-এর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
আফগানিস্তান দল: হাসমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জ়াদরান, ইকরাম আলিখিল, রহমানুল্লাহ গুরবাজ়, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, আজমাতুল্লাহ ওমরজ়াই, মহম্মদ নবি, রশিদ খান, ফারিহ আহমেদ, ফজলহক ফারুকি, নানগেলিয়া খারোটি, নাভিদ জ়াদরান এবং নুর আহমেদ।