জুভেন্টাসে পৌঁছলেন রোনাল্ডো। ছবি: জুভেন্টাস টুইটার।
একমাসের বিশ্বকাপ শেষ। এ বার আবার শুরু ক্লাব ফুটবল। দেশ পর্ব সেরে সকলেই একে একে ফিরছেন যাঁর যাঁর ক্লাবে। কেউ আবার বেছে নিয়েছেন নতুন ক্লাবও। সেই তালিকায় রয়েছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে তাঁর দেশ বিশেষ কিছু করতে পারেনি। তাঁর নামের পাশে হ্যাটট্রিক লেখা হলেও সেই ম্যাচে পর্তুগাল ৩-৩ গোলে ড্র করেছিল। বিশ্বকাপকে বিদায় জানাতে হয়েছে রাউন্ড অব ১৬ থেকেই।
তার মধ্যেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল বিরাট অঙ্কের টাকার বিনিময়ে রিয়েল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন তিনি। দিন গড়াতেই সেই খবরের সত্যতা সামনে চলে আসে। জুভেন্টাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রবিবারই ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ফ্রান্স। আর তার পর দিনই জুভেন্টাসে হাজির রোনাল্ডো। ক্লাবে পৌঁছে কর্তাদের সঙ্গে দেখা করলেন তিনি। তার পর চলল মেডিক্যাল টেস্ট। টেস্টের সময় রোনাল্ডোর ওয়াকারে হাঁটার ভিডিও টুইটারে পোস্ট করল জুভেন্টাস।
আরও পড়ুন
ড্যাব ডান্স থেকে ক্রোট প্রেসিডেন্টকে চুম্বন, ফাইনালে হিট মাকরঁ
Sono iniziate le visite mediche di @Cristiano = 😁😁😁#CR7DAY #CR7JUVE pic.twitter.com/D6N2t6hyum
— JuventusFC (@juventusfc) July 16, 2018
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy